ওয়ালটনের আইটি পণ্যে ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’
ক.বি.ডেস্ক: নতুন বছরে ক্রেতাদের জন্য আইটি পণ্য ক্রয়ে উপহার হিসেবে ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ ঘোষণা দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর, স্পিকারসহ বিভিন্ন আইটি পণ্যের এক্সেসরিজ ক্রয়ে নিশ্চিত সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। আজ ১১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই বিশেষ অফার।
সারাদেশে ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম অথবা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়ে ৫০% পর্যন্ত ছাড়ের এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি ১ হাজার টাকা বা এর বেশি মূল্যের পণ্য ক্রয়ে থাকছে ফ্রি হোম ডেলিভারি সুবিধা। ঘরে বসেই অনলাইনে https://waltondigitech.com/discount-offer এই ওয়েবসাইট থেকে ওয়ালটনের আইটি পণ্য সহজেই অর্ডার করতে পারছেন।
আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত ‘২৫-এ ৫০% মেগা সেল অফার’ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসব সুবিধার ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অনলাইনে যুক্ত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন এবং সিবিও (কমপিউটার ও পিসিবিএ) তৌহিদুর রহমান রাদ।
এস এম রেজাউল আলম বলেন, “দেশের সাধারণ ক্রেতাসহ সবাই যেনো সাশ্রয়ী মূল্যে সঠিক ও পছন্দের আইটি পণ্যটি কিনতে পারেন; সেই জন্যেই আমাদের এই উদ্যোগ। ওয়ালটন সব সময়ই ক্রেতাদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আইটি পণ্য ক্রয়ের কেনার ক্ষেত্রে এই বিশেষ ছাড় দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক। এর মাধ্যমে ক্রেতাগণ বাংলদেশে তৈরি সর্বাধুনিকমানের পণ্য কেনা ও ব্যবহারে আরও উদ্বুদ্ধ হবেন।”
মো. রায়হান বলেন, “প্রযুক্তি যেমন দ্রুত এগিয়ে চলছে, ওয়ালটনও তেমন তার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে। ওয়ালটন হাই-টেক ইলেকট্রনিক্স সেক্টরকে নেতৃত্ব দিচ্ছে আর ওয়ালটন ডিজি-টেক নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি পণ্য খাতে। আমাদের প্রত্যাশা, প্রতিটি পণ্যের ক্ষেত্রে দেশে নাম্বার ওয়ান হবে ওয়ালটন।”
লিয়াকত আলী বলেন, “বর্তমানে আইটি বাজার রিফারবিশড পণ্যে সয়লাব হয়ে গেছে। সামান্য কম মূল্যের জন্য রিফারবিশড পণ্য ক্রয়ে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব পণ্য পরিবেশের জন্যেও ক্ষতিকর। ক্রেতারা এসব যেনো মানহীন রিফারবিশড পণ্যে আকৃষ্ট না হন; তারা যেনো সাশ্রয়ী মূল্যে উচ্চমানের সঠিক পণ্যটি কিনতে পারেন সে জন্যেই আইটি পণ্যে এতো বিশাল সুবিধা দিচ্ছে ওয়ালটন।”