সফটওয়্যার

‘এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে বাংলাদেশ

ক.বি.ডেস্ক: হংকং এর ওয়ারলেস টেকনোলজি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী (১৫-১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয় ‘এশিয়া স্মার্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বেসিস এর ১১টি সদস্য- প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যা বাংলাদেশের প্রযুক্তি খাতের উদ্ভাবনী সক্ষমতা ও বৈশ্বিক প্রতিযোগিতার প্রমাণ বহন করে। কাজ সফটওয়্যার লিমিটেড ‘লাইফস্টাইল অ্যান্ড কালচার’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

বাংলাদেশ হতে এ প্রতিযোগিতায় রিজিওনাল কো-অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করেন বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। কাজ সফটওয়্যার লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ আজিজ চৌধুরীর হাতে পুরস্কারটি তুলে দেয়া হয়।

হংকংয়ে অনুষ্ঠিত এবারের আয়োজনে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়- পাবলিক সেক্টর অ্যান্ড সোশ্যাল ইনোভেশন, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল এবং লাইফস্টাইল অ্যান্ড কালচার। বাংলাদেশ, ভারত, ইসরায়েল, মালয়েশিয়া, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও হংকং সহ বিভিন্ন দেশের মোট নয়টি ফাইনালিস্ট এই পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে।

এ প্রসঙ্গে প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “আমাদের দেশ প্রযুক্তি উদ্ভাবনে এশিয়ার শীর্ষ সারিতে পৌছাতে সক্ষম হয়েছে। বেসিসের সঙ্গে সম্পৃক্ত আইসিটি খাতের প্রতিষ্ঠানগুলো আগামীতে বৈশ্বিক মঞ্চে আরও দৃঢ়ভাবে নিজেদেরকে উপস্থাপন করবে এবং স্মার্ট ইনোভেশনের মাধ্যমে দেশকে জ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে।”

এশিয়া স্মার্ট ইনভেশন অ্যাওয়ার্ড ২০২৫ হলো এশিয়া জুড়ে উদ্ভাবনী, স্মার্ট এবং এআই এর উদ্যোগগুলোকে স্বীকৃতি দেয়া, আঞ্চলিক স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহকে তাদের কাজ প্রদর্শনের প্ল্যাটফর্ম তৈরি করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রযুক্তি সমৃদ্ধ ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করা। এই প্রতিযোগিতা এআই, আইওটি, ব্লকচেইন, এআর, ভিআর সহ পরবর্তী প্রজন্মের ডিজিটাল প্রযুক্তি গ্রহণে উৎসাহ প্রদান করে।

বাংলাদেশের এই সাফল্য দেশের আইসিটি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি সমাধান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *