সাম্প্রতিক সংবাদ

এশিয়ার সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ

ক.বি.ডেস্ক: ফুডপ্যান্ডা বাংলাদেশ ২০২৪ সালে বাংলাদেশের সেরা কর্মস্থলগুলোর স্বীকৃতি পেয়েছে। বেস্ট কোম্পানিজ গ্রুপের (বিসিজি) সহযোগিতায় পরিচালিত ‘বেস্ট প্লেসেস টু ওয়ার্ক’ কর্মীদের ওপর প্রতিষ্ঠানের প্রভাব, কর্মস্থলের সংস্কৃতি এবং কর্মীদের সম্পৃক্ততা মূল্যায়নের ভিত্তিতে ফুডপ্যান্ডা বাংলাদেশকে এ সার্টিফিকেশন প্রদান করা হয়। সার্টিফিকেশন প্রদানের ক্ষেত্রে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও হিউম্যান-সেন্টারড সলিউশনকে একসঙ্গে বিবেচনা করা হয়।

বৈশ্বিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন ‘বেস্ট প্লেসেস টু ওয়ার্ক’ -এর মাধ্যমে প্রতিফলন ঘটে যে কীভাবে কোন কোম্পানি একটি ইতিবাচক ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে অগ্রাধিকার দিচ্ছে এবং প্রতিষ্ঠানের কর্মীদের কাজের মূল্যায়ন হচ্ছে এবং তারা আগ্রহের সঙ্গে প্রতিদিন কর্মক্ষেত্রে যোগদান করছেন। সাধারণত, কর্মীদের নিয়ে করা জরিপ এবং এ প্রোগ্রামের অধীনে পরিচালিত এইচআর মূল্যায়নের ভিত্তিতে এই সার্টিফিকেশন এবং র‍্যাঙ্কিং নির্ধারিত হয়।

ফুডপান্ডা বাংলাদেশ নেতৃত্ব, মানবসম্পদ ব্যবস্থাপনা, বেতন ও সুযোগ-সুবিধা, দলগত কাজ ও সম্পর্ক, কর্মীদের সম্পৃক্ততা, কর্মক্ষেত্র ও কাজের প্রক্রিয়া, এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের মতো বেশ কয়েকটি ক্ষেত্রের মূল্যায়নে অসাধারণ স্কোর অর্জন করেছে।

এ অর্জনের মাধ্যমে, ফুডপ্যান্ডা বাংলাদেশ বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হয়েছে, যেসব প্রতিষ্ঠান অর্থবহ সংযোগ, সহায়ক পরিবেশ এবং কাজ-জীবনের ভারসাম্যকে অগ্রাধিকার দেয়; পাশাপাশি, ব্যক্তিগত ও পেশাদার সুস্থতাকে সমানভাবে গুরুত্ব দেয়। এ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে মানিগ্রাম, নোভো নরডিস্ক, ডেল, ম্যাকডোনাল্ডস, অ্যামওয়ে, ডিএইচএল, হুন্দাই সহ আরও অনেক প্রতিষ্ঠান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *