সাম্প্রতিক সংবাদ

এফআইসিসিআই ‘এক্সেলেন্স ইন ডিইআই’ অ্যাওয়ার্ড পেল রবি

ক.বি.ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেল রবি আজিয়াটা। রবি তাদের মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ এর মাধ্যমে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তির (ডিইআই) ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছে।

সম্প্রতি ঢাকায় এফআইসিসিআই আয়োজিত অনুষ্ঠানে সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ দেয়া হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের কাছ থেকে ‘এক্সেলেন্স ইন ডিইআই (ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন)’ ক্যাটেগরিতে পুরস্কার গ্রহণ করেন রবির চিফ পিপল অফিসার মুহাম্মদ শোয়েব বেগ।

এ সময় উপস্থিত ছিলেন এফআইসিসিআই’র সহ-সভাপতি ইয়াসির আজমান, পরিচালনা পর্ষদের সদস্য মানাবু সুগাওয়ারা, নির্বাহী পরিচালক টি আই এম নূরুল কবির এবং রবির স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের মহাব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী।

২০২৪ সালের ১ অক্টোবর মাতৃত্ব সহায়তা কর্মসূচি ‘ব্লুম’ চালু করে রবি। এই উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট জগতে মাতৃত্ব সহায়তার ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়কে আরও সহজ, নিশ্চিন্ত ও সহায়ক করে তোলার পাশাপাশি তাঁদের পেশাগত অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়- সেই লক্ষ্যেই নেয়া হয়েছে এই বিশেষ কর্মসূচি।

ব্লুম উদ্যোগের মাধ্যমে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সহমর্মিতা, কাজের ধারাবাহিকতা ও পেশাগত উন্নয়নকে একত্র করে একটি সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে মাতৃত্বকে আর পেশাগত অগ্রগতির প্রতিবন্ধকতা নয়, বরং একটি সহায়ক ও ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা হিসেবে দেখা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *