উদ্যোগ

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে অনার ও বিওয়াইডি

ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও কানেক্টিভিটির কার্যকরী সমন্বয়ের মাধ্যমে ব্যবহারকারী-কেন্দ্রিক সমাধান নিয়ে এসে ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্দেশে বৈশ্বিক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির সঙ্গে এক কৌশলগত অংশীদারিত্ব করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। অনারের ভেহিকেল কানেক্টিভিটি সলিউশনের সঙ্গে বিওয়াইডির পরবর্তী প্রজন্মের ডিলিঙ্ক স্মার্ট ইকোসিস্টেম সমন্বয় করা হবে, যা নিশ্চিত করবে এআই প্রযুক্তি সমৃদ্ধ পরিবহন অভিজ্ঞতা।

সম্প্রতি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন অনারের প্রেসিডেন্ট অব প্রোডাক্টস ফ্যাং ফেই এবং বিওয়াইডির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়্যাং ডংশেং। এ সময় অনারের প্রধান নির্বাহী জেমস লি এবং বিওয়াইডি গ্রুপের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়্যাং চুয়ানফু সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনটি মূল বিষয়ে গুরুত্বারোপ করা হবে- মূল প্রযুক্তির উন্নয়ন, ইকোসিস্টেম ইন্টিগ্রেশন ও ব্যবহারকারীদের সঙ্গে সম্পৃক্ততা। দু’টি প্রতিষ্ঠান ক্রস-ডিভাইস ইন্টিগ্রেশন, এআই এজেন্ট ইন্টিগ্রেশন ও ব্লুটুথ-ভিত্তিক গাড়ির চাবি প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

এ প্রসঙ্গে জেমস লি বলেন, “মানুষের সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে ব্যবহারকারী-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই’র এ যুগে অংশীদারিত্বের মূল লক্ষ্য হচ্ছে স্মার্ট মোবিলিটি। একসঙ্গে আমরা প্রযুক্তিগত উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব, একে অপরের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সমৃদ্ধ মোবিলিটি এক্সপেরিয়েন্স ইকোসিস্টেম তৈরিতে কাজ করব।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *