মোবাইল স্মার্টফোন

এআইনির্ভর পারফরমেন্সের গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন

ক.বি.ডেস্ক: দেশের বাজারে গ্যালাক্সি এস২৫ এফই উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। স্মার্টফোনটি বর্তমান প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ও গ্যালাক্সি এআই ইকোসিস্টেমের নতুন সংযোজন। দুর্দান্ত ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২৫ এফই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে আরও বেশি ব্যবহারকারীর জন্য প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে। মাল্টিটাস্কিং, গেমিং ও এআই ফিচার স্মার্টফোন ব্যবহারে নিশ্চিত করবে অনন্য পারফরমেন্স, দুশ্চিন্তাহীন পাওয়ার ম্যানেজমেন্ট।

গ্যালাক্সি এস২৫ এফই স্মার্টফোনটি-তে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। আর্মার অ্যালুমিনিয়াম ২ ফ্রেমে তৈরি এই ডিভাইসটি আইপি৬৮ সার্টিফায়েড অর্থাৎ পানি ও ধুলা প্রতিরোধে সক্ষম। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ৩এক্স অপটিক্যাল জুম টেলিফটো ক্যামেরা। এআই এডিটিং, জেনারেটিভ এআই, ফটো অ্যাসিস্ট সহ নানা এআই টুললের মাধ্যমে চলার পথে বা ব্যস্ততার মধ্যেও চমৎকার সব ছবি তুলতে পারবেন।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনোজ ২৪০০ প্রসেসর, সঙ্গে আছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। রয়েছে ৪,৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, সুপার ফাস্ট চার্জিং ২.০, ফাস্ট ওয়্যারলেস চার্জিং ২.০ এবং ওয়্যারলেস পাওয়ারশেয়ার।

নেভি ও জেট ব্ল্যাক, এ দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২৫ এফই। ফোনটির ৮/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৯৯,৯৯৯ টাকা। প্রমোশনাল ক্যাম্পেইনের সময় ১০,০০০ টাকা ছাড়ে এটি পাওয়া যাবে মাত্র ৮৯,৯৯৯ টাকায়। গ্রাহকরা আলাদাভাবে ‘ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ এবং দুই বছরের ওয়ারেন্টি প্রিমিয়াম নিতে পারবেন ২,৮০০ টাকায়। ৬ মাসের প্রিমিয়াম পাওয়া যাবে ১,৬০০ টাকায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *