সাম্প্রতিক সংবাদ

উল্কাসেমির সিইও এনায়েতুর রহমান আবারও সিআইপি হলেন

ক.বি.ডেস্ক: উল্কাসেমি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান আবারও সম্মানজনক ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি- এনআরবি) ২০২৬’ সম্মাননা অর্জন করেছেন। ২০২৪–২৫ অর্থবছরে বৈধ পথে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি বহন করে। মোহাম্মদ এনায়েতুর রহমান “আইনসম্মত চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী” ক্যাটাগরিতে সিআইপি (এনআরবি) ২০২৬ হিসেবে নির্বাচিত হন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গত ১৭ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উল্কাসেমি’র সিইও এনায়েতুর রহমানের হাতে ‘সিআইপি-এনআরবি ২০২৬’ সম্মাননা তুলে দেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। প্রবাসীদের এই অবদানকে স্বীকৃতি জানাতে সরকার কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (এনআরবি) নীতিমালা ২০১৮ অনুযায়ী প্রতিবছর সিআইপি মর্যাদা প্রদান করে থাকে।

মোহাম্মদ এনায়েতুর রহমানের নেতৃত্বে উল্কাসেমি বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর ডিজাইন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আগামী ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতকে মাল্টি-বিলিয়ন ডলারের শিল্পে রূপান্তর এবং ৫ হাজার প্রকৌশলীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *