মোবাইল স্মার্টফোন

উন্মোচিত হলো এক্স সিরিজের অনার এক্স৫বি প্লাস

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে উন্মোচন করেছে এক্স সিরিজের নতুন সংযোজন অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন। স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সুবিশাল স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাই-পারফরমেন্স ডিসপ্লে। ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যেতে স্মার্টফোনটিতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি; ২৩ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

অনার এক্স৫বি প্লাস
৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির কারণে অনারের নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। ৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি এবং ৮.৭ মিলিমিটার পুরুত্বের ডিজাইনের। একবার চার্জ দিয়ে ফোনটিতে অনলাইন ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। এ ছাড়াও সুপার পাওয়ার-সেভিং মোডের কারণে মাত্র ১০ শতাংশ ব্যাটারি অবশিষ্ট থাকা অবস্থায়ও স্মার্টফোনটি ১৯ ঘণ্টারও বেশি স্ট্যান্ডবাই থাকবে।

রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, অনার র‍্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র‍্যামের কার্যকারিতা বৃদ্ধি করে। উন্নত মাল্টি-ক্যামেরা সেটআপের ৫০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার ডিসপ্লে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটের মাধ্যমে আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড আই প্রটেকশন ফিচার সংযোজন করা হয়েছে।

অত্যাধুনিক এসব ফিচার সমৃদ্ধ অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে: মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল। ডিভাইসটির বাজার মূল্য ১২,৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *