উত্তরায় ইনফিনিক্সের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
ক.বি.ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স উত্তরা সেন্টার পয়েন্টে লেভেল ৪-এ প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। নতুন এই ইনফিনিক্স আউটলেট নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা উপহার দেবে। গেমিং ফ্ল্যাগশিপ স্টোরটিতে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন। যেখানে গেমার ও গেমিং অনুরাগীরা যেকোনও সময় এসে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন।
দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস উদ্বোধন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা।
ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়, এটি একটি কমিউনিটিকেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স ডিভাইসের পারফরম্যান্স, স্থায়িত্ব ও নেক্সট-লেভেল ডিজাইন সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। স্টোরটিতে নিয়মিত গেমিং সেশন, হ্যান্ডস-অন এক্টিভিটি ও কমিউনিটি ইভেন্ট আয়োজন করা হবে, যাতে তরুণ গেমাররা ইনফিনিক্সের “গেমিং পয়েন্ট:নেক্সট লেভেল” অভিজ্ঞতা আরও কাছ থেকে উপভোগ করতে পারেন।





