উদ্যোগ

উইমেন্স ফুটবল ট্রাই-ন্যাশন টুর্নামেন্ট এর সঙ্গে যুক্ত হলো গ্যারেনা ফ্রি ফায়ার

ক.বি.ডেস্ক: এএফসি এশিয়ান কাপ ২০২৫ এর পর এবার গ্যারেনা ফ্রি ফায়ার যুক্ত হচ্ছে ফুটবল ট্রাই-ন্যাশন টুর্নামেন্টের সঙ্গে। গ্যারেনা ফ্রি ফায়ার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সঙ্গে পার্টনারশিপ করছে। এর মাধ্যমে ২০২৫ সালে আসন্ন উইমেন্স ফুটবল ট্রাই-নেশন টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের পাশে আছে প্রতিষ্ঠানটি।

ফ্রি ফায়ার ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হিসেবে ২০২৫ সালের নারী ফুটবল ট্রাই-নেশন টুর্নামেন্টে যুক্ত হচ্ছে। বাংলাদেশ দল ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আজারবাইজান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। পুরো টুর্নামেন্ট জুড়ে ভক্তরা উপভোগ করতে পারবেন ইন্টারেক্টিভ গেম বুথ এবং এক্সক্লুসিভ মার্চেন্ডাইজ।

ফ্রি-ফায়ার গর্বের সঙ্গে বাংলাদেশি খেলোয়াড় এবং ভক্তদের পাশে আছে। এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে ফ্রি ফায়ার এর ভক্তদের বাংলাদেশ নারী জাতীয় দলকে উৎসাহিত করতে আহ্বান জানায়।

উল্লেখ্য, বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ ২০২৫ এর বাছাইপর্বেও পার্টনারশিপ করে ফ্রি ফায়ার। এই যৌথ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে স্টেডিয়াম ও সোশ্যাল মিডিয়ায় থিম ফ্যান-জোন, ডিজিটাল কার্যক্রম এবং প্রচারণাসহ নানা কার্যক্রম করা হয়। প্রথম ধাপে ফ্রি ফায়ার চট্টগ্রাম, রাজশাহী, রংপুরসহ নয়টি শহরে ফ্যান-জোন তৈরি করে এবং ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের সময় একটি বিশেষ বুথ স্থাপন করে।

এ ছাড়া, ফ্রি ফায়ার এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার কোলাবরেশন জার্সি জেতার সুযোগও থাকে এখানে। জাতীয় দলকে সমর্থন করার পাশাপাশি ফুটবলপ্রেমী ও ফ্রি ফায়ার ভক্তদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে এমন উদ্যোগগুলো গ্রহণ করছে ফ্রি ফায়ার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *