ইউআইটিএস’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটির চুক্তি

ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার লক্ষে দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি করেছে। যা উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদারে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এর ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বৈশ্বিক সহযোগিতার বিস্তারে একটি কৌশলগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, গ্লোবাল স্টুডেন্ট মোবিলিটি প্রোগ্রাম, স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ, যৌথ গবেষণা উদ্যোগসহ বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে।
গত মঙ্গলবার (৬ মে) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে ইউআইটিএস’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেডিইউ গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. জন লি এবং কে-গ্লোবাল গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. নূর আলম, ইউআইটিএস’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস’র ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রাবিউল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. ফারুক হোসেন এবং আইকিউএসি পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।