মোবাইল স্মার্টফোন

আসছে ৮৩০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ অনার এক্স৯ডি

ক.বি.ডেস্ক: অনার এক্স৯ডি স্মার্টফোন নিয়ে আসছে প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। সর্বোচ্চ স্থায়িত্ব এবং শক্তিশালী ব্যাটারি পারফরমেন্সের মাধ্যমে এ স্মার্টফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে। ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে নতুন এই স্মার্টফোনটি। অনার এক্স৯ডি বাজারে আসছে সানশাইন গোল্ড, মিডনাইট ব্ল্যাক এবং রেডিশ ব্রাউন এই তিনটি রঙে। ডিভাইসটির প্রি-বুকিং ৪ জানুয়ারি থেকে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

৬.১৩৩ মিটার উচ্চতা থেকে পড়েও কোনও ক্ষতি না হওয়ায় এর দুর্দান্ত স্থায়িত্ব এবং সিরিজের আগের ফোনগুলোর মতোই এর উন্নত অ্যান্টি-ড্রপ প্রযুক্তির সক্ষমতার সুবিধা উপভোগ করবেন ব্যবহারকারীরা। এ ছাড়াও, স্মার্টফোন শিল্পে প্রথমবারের মতো এই ডিভাইসটি ‘এসজিএস ট্রিপল রেজিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশন’ অর্জন করেছে।

ডিভাইসটিতে রয়েছে ৮৩০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা বর্তমানে বাজারে বিদ্যমান স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ। এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-সেন্সিং ক্যামেরা সহ আরও উন্নত ফিচার। দুর্দান্ত পারফরমেন্স নিশ্চিতে ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *