আসছে বিটিসিএল-এর ‘এমভিএনও’
ক.বি.ডেস্ক: সাধারণত মোবাইল সেবাদাতা অপারেটরগুলোর নিজস্ব নেটওয়ার্ক কাঠামো, তরঙ্গ, টাওয়ার সহ বেশকিছু কাঠামোগত স্থাপনা থাকে। কিন্তু ‘বিটিসিএল এমভিএনও’ হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর একটি নতুন সেবা, যেখানে তারা নিজস্ব নেটওয়ার্ক টাওয়ার ব্যবহার না করে অন্য অপারেটরদের নেটওয়ার্ক অবকাঠামো ভাড়া নিয়ে ‘মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর’ (এমভিএনও) হিসেবে কাজ করবে।
ইতিমধ্যে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ‘মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর’ (এমভিএনও) হিসেবে কার্যক্রম চালানোর অনুমোদন পেয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএল। বিটিসিএল এমভিএনও চালুর জন্য কাজ করছে। দ্রুতই এটির পাইলট (পরীক্ষামূলক) শুরু হবে। যার মাধ্যমে বিটিসিএল নিজস্ব ব্র্যান্ডে সিম, ভয়েস ও ডেটা সার্ভিস দেবে। যা মূলত সিমলেস ভয়েস, ডেটা ও ওটিটি সেবার সমন্বয়ে গঠিত হবে। এর মাধ্যমে বিটিসিএল কম খরচে আনলিমিটেড ভয়েস, ডেটা ও বিনোদন সেবা দিতে পারবে।
মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) হলো এমন একটি মোবাইল সেবা প্রদানকারী, যার নিজস্ব কোনও নেটওয়ার্ক কাঠামো (যেমন- টাওয়ার) নেই। তারা অন্য প্রতিষ্ঠিত মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে তাদের গ্রাহকদের কাছে নিজস্ব নামে সিম, ভয়েস কল ও ডেটা প্যাকেজ বিক্রি করে। বিশ্বের অনেক দেশে এ ধরনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রয়েছে।
বিটিসিএল এমভিএনও-এর মূল উদ্দেশ্য ও সুবিধা
ভয়েস, ডেটা এবং ওটিটি (যেমন- স্ট্রিমিং) সেবা একই প্যাকেজে দেয়া। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে আনলিমিটেড ভয়েস ও ডেটা প্যাকেজ সরবরাহ। বাংলাদেশে এটি একটি নতুন ধারণা, যা টেলিকম নীতিমালার অংশ হিসেবে চালু হচ্ছে।





