সাম্প্রতিক সংবাদ

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই: বিএসসি’র স্পষ্টীকরণ

ক.বি.ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে আসছে। দক্ষতা, সুনাম ও ধারাবাহিক মুনাফার ধারায় প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে বিএসসিপিএলসি দুটি বিশ্বস্ত সাবমেরিন কেবল সিস্টেম SEA-ME-WE-4 এবং SEA-ME-WE-5 পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে ৪,২০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং অতিরিক্ত ৩,০০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা রয়েছে। চাহিদার ভিত্তিতে প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করাও সম্ভব।

দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় বিশ্বস্ত ক্যাবল প্রকল্প SEA-ME-WE-6 বাস্তবায়ন করছে। ২০২৬ সালের শেষ নাগাদ এই ক্যাবল চালু হলে, কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০,০০০ জিবিপিএস (৩০ টেরাবিট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে।

সম্প্রতি কিছু গণমাধ্যমে বিএসসিপিএলসি’র মতামত ব্যতীত “ব্যান্ডউইডথ ঘাটতি” সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ বা আন্তর্জাতিক কানেক্টিভিটির চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনও ঘাটতির আশঙ্কা নেই।

এ ছাড়া, একটি স্বার্থান্বেষী মহল “অবিশ্বস্ত সাবমেরিন কেবল সিস্টেম” সংযোগের চেষ্টা করছে, যা দেশের সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি খাতের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স সহ বিভিন্ন দেশ এ ধরনের অনির্ভরযোগ্য সংযোগ সম্পর্কে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।

বাস্তবে, বর্তমানে দেশে কোনও ব্যান্ডউইডথ সংকট নেই; বরং বিএসসিপিএলসি’র প্রায় ৩,০০০ জিবিপিএস (৩ টেরাবিট) ব্যান্ডউইডথ অব্যবহৃত অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন অত্যন্ত গ্রাহক-বান্ধব ও দ্রুত সেবা প্রদানে সক্ষম। বিএসসিপিএলসি সকল অপারেটর ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছে বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত না হয়ে, দেশের নিরাপদ ও নির্ভরযোগ্য SEA-ME-WE-4 এবং SEA-ME-WE-5 থেকে ব্যান্ডউইডথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *