উদ্যোগ

আন্ত:দেশীয় পেমেন্ট সহজীকরণে প্রিয় ইঙ্ক এর সঙ্গে বাক্কো’র চুক্তি

ক.বি.ডেস্ক: বাক্কো সদস্যদের জন্য আন্তর্জাতিক লেনদেনকে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে বিপিও ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ‘প্রিয় পে’ নামক একটি নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করা হবে। এই উদ্যোগটি বাংলাদেশের বিপিও ও আইটিইএস কোম্পানিগুলোর আন্তর্জাতিক আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও নির্বিঘ্ন করবে।

এ লক্ষে সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলাওয়্যার নিবন্ধিত প্রতিষ্ঠান প্রিয় ইনকরপোরেশন-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাক্কো’র ভাইস প্রেসিডেন্ট মো. তানজিরুল বাসার এবং প্রিয় ইনকরপোরেশনের চিফ অপারেটিং অফিসার শাহরিয়ার ফেরদৌস।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবেন- এক বছরের জন্য বিনামূল্যে ইউএসডি অ্যাকাউন্ট, ইনকামিং এসিএইচ ট্রান্সফারে কোনও চার্জ ছাড়াই লেনদেন, সর্বোচ্চ ১০টি পর্যন্ত ব্যবসায়িক ডেবিট কার্ড বিনামূল্যে প্রদান এবং ডেডিকেটেড কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেবা। বাক্কো’র সদস্যদের জন্য একটি বিশেষ কুপন কোড প্রদান করবে প্রিয় ইঙ্ক, যার মাধ্যমে সদস্যরা সহজেই এই সেবাগুলোর সুবিধা নিতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *