সাম্প্রতিক সংবাদ

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: ‘কনভেনশনাল থেকে স্মার্ট’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের বৃহত এবং বহুমুখী ব্যবসায়িক গোষ্ঠী প্রতিষ্ঠান আকিজ রিসোর্স এন্টারপ্রাইজ প্রযুক্তি, অটোমেশন এবং ডিজিটাল ইকোসিস্টেমভিত্তিক রূপান্তরের যাত্রা তুলে ধরে। ‘প্রচলিত থেকে স্মার্ট: আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব’ অনুষ্ঠানে বিশেষভাবে তুলে ধরা হয় কিভাবে ডিজিটাল-ফার্স্ট কৌশল গ্রহণ করে ১২টিরও বেশি ব্যবসায়িক ক্লাস্টার জুড়ে কর্মী, পার্টনার, সরবরাহকারী এবং গ্রাহকদের সংযুক্ত করছে। এই বিস্তৃত নেটওয়ার্ক রিয়েল-টাইম অপারেশনাল ইনটেলিজেন্স তৈরি করছে, যা জাতীয় ভ্যালু চেইনে স্বচ্ছতা, গতি এবং দক্ষতা বৃদ্ধি করছে।

আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্স এর চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জি. মো. ফিরোজ কবির; আকিজ iBOS লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে মো. জায়েদ বিন রশিদ, চিফ সেলস অফিসার শাহেদ ইকবাল এবং আকিজ ইনফোটেক ব্লু এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান।

মো. জায়েদ বিন রশিদ বলেন, “এ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তা সম্ভব হয়েছে ডিজিটাল রূপান্তরের শক্তি এবং আমাদের সংহত ইকোসিস্টেমের কারণে। এই যাত্রার মাধ্যমে আমরা আকিজ রিসোর্সকে এমন একটি মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চাই যা দেখাবে কিভাবে প্রযুক্তি টেকসই উন্নয়ন চালাতে এবং শিল্পের অগ্রগতিকে অনুপ্রাণিত করতে পারে।”

অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি ও গভর্নেন্স নিয়ে বক্তারা আকিজ রিসোর্সের জিরো-ট্রাস্ট আর্কিটেকচার, এআই চালিত ঝুঁকি শনাক্তকরণ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক মানানসইতা এবং নিরাপদ ক্লাউড সিস্টেমের বিষয়ে ব্যাখ্যা দেন, যা স্টেকহোল্ডারদের জন্য নির্ভরযোগ্য এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করেছে। আকিজ রিসোর্সের ডিজিটাল অবকাঠামো জাতীয় শিল্প ইকোসিস্টেমকে শক্তিশালী করছে, সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করছে এবং বাংলাদেশের দৃঢ় ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রগতিকে ত্বরান্বিত করছে।

আকিজ বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে চাইছে, একটি ভিশন যা তারা দশকের পর দশক ধরে প্রস্তুত করছে। নিজস্ব ডেটা সেন্টার এবং হোমগ্রোন সফটওয়্যারের মাধ্যমে তারা গ্রাহক এবং সরবরাহকারীকে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত করেছে এবং পয়েন্ট অব সেল সিস্টেম ও বাজার উপস্থিতির মাধ্যমে খুচরা খাতে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে।

প্রতিষ্ঠানটিতে ৪০০ জন অভ্যন্তরীণ আইটি বিশেষজ্ঞ কর্মরত আছেন এবং তাদের কারখানায় ইন্ডাস্ট্রি ৪.০ অটোমেশন বাস্তবায়ন করছে, যা বাংলাদেশ ও এর বাইরের জন্য স্কেলযোগ্য ডিজিটাল সমাধানের একটি ল্যাবরেটরির ভূমিকা রাখবে। ৯ মিলিয়নের বেশি গ্রাহকসহ, যার মধ্যে ১ লাখ সরাসরি গ্রাহক রয়েছে, আকিজ দেশের অটোমেশন, এআই সক্ষমতা এবং অর্থনৈতিক ডিজিটালাইজেশনে অবদান রাখছে। পাশাপাশি এক মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির এবং তাদের ব্যবসায় দশগুণ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *