আইসিপিসি ঢাকা রিজিওনাল ২০২৪ এ চ্যাম্পিয়ন শাবিপ্রবি’র সাস্ট ফ্যানাটিকস
ক.বি.ডেস্ক: ডিআইইউ’র আয়োজনে সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতা “আইসিপিসি -ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোাগ্রামিং কনটেষ্ট ২০২৪” এর ঢাকা আঞ্চলিক পর্ব। এবারের প্রতিযোগীতায় সর্বাধিক ৭টি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সাস্ট ফ্যানাটিকস’। ৭টি সমস্যা সমাধান করে প্রথম রানার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডিইউ সিংগুলারিটি’ এবং ৬টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ডিইউ প্রিমরডিয়াস’।
আইসিপিসি’র ইতিহাসে এ যাবৎ কালের সর্ববৃহৎ অন সাইট প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের ১৪৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আইটি ইন্সটিটিউটের ৩০৬টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতার সেরা ৩টি দল ২০২৫ সালে অনুষ্ঠিত আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস এর মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। এ ছাড়া সকল বিজয়ীরা (চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি ব্যতীত) ২০২৫ সালের এশিয়া ওয়েস্ট ফাইনালে সরাসরি অংশগ্রহণের আমন্ত্রণ পাবে। এশিয়া ওয়েস্ট ফাইনালে ঢাকা সহ ভারত, পাকি, ইরান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের আঞ্চলিক বিজয়ীরাও অংশগ্রহণ করবে (চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি ব্যতীত)।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) ডিআইইউ’র মিলনায়তনে অনুষ্ঠিত “আইসিপিসি -ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোাগ্রামিং কনটেষ্ট ২০২৪” ঢাকা আঞ্চলিক পর্ব এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান। সভাপতিত্ব করেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। উপস্থিত ছিলেন কনটেষ্ট ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং কনটেষ্ট এর প্রধান বিচারক অধ্যাপক ড. শাহরিয়ার মঞ্জুর।
এর আগে গতকাল শনিবার সকালে জমকালো এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রফেসর বিল পাউচার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বুদ্ধিষ্ট কমিউনিটির প্রেসিডেন্ট দয়াল কুমার বড়ুয়া এবং ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রভোষ্ট চ্যান জো জিম। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) কনটেষ্ট ডিরেক্টর অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন ও কনটেষ্ট এর প্রধান বিচারক অধ্যাপক ড. শাহরিয়ার মঞ্জুর।
এবারই প্রথম স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের কমপিউটার প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘জুনিয়র কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট’ যেখানে সারা দেশ থেকে ১০ টি স্কুলের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাউথ ব্রিজ স্কুলের তাজোয়ার আমান খান, ২য় ড্যাফোডিল ইন্টান্যাশনাল স্কুলের (ডিআইএস) ফাইজিন হক, ৩য় ড্যাফোডিল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শাহীর কুদরত রাফান, ৪র্থ ডিআইএস’র মোহাম্মদ সোলাইমান, ৫ম ডিআইএস’র মোহাম্মদ জুনাইদ ইব্রাহীম, ৬ষ্ঠ ডিআইএস’র আরমান শুদ্ধ হোসেন, ৭ম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইলহাম সাজিদ, ৮ম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান একরাম, ৯ম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আবরার ফাইয়াজ খান ও ১০ হয়েছেন ডিআইএস’র মাহির তাজওয়ার।
আইসিপিসি-২০২৪’র ঢাকা আঞ্চলিক পর্ব প্রতিযোগিতার প্লাটিনাম স্পন্সর ডাচবাংলা ব্যাংক লিমিটেড; কারিগরি সহযোগিতায় বিসিসি, আইসিটি বিভাগ; হার্ডওয়্যার সাপোর্ট ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।