সাম্প্রতিক সংবাদ

আইসিটি সাংবাদিক এমদাদুল হক তুহিন’র বাবা তাইজ উদ্দিন ইন্তেকাল করেছেন

ক.বি.ডেস্ক: না ফেরার দেশে চলে গেলেন সারাবাংলার সিনিয়র করেসপন্ডেন্ট এবং আইসিটি সাংবাদিক এমদাদুল হক তুহিন এর বাবা শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন (এসকান্দর)। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ময়মনসিংহের গফরগাঁওয়ে শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন (এসকান্দর) এর জানাজার নামাজ আদায় করা হয় এবং জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

এমদাদুল হক তুহিন জানান, তাঁর বাবা শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন (এসকান্দর) পেশায় একজন স্বাস্থ্য সহকারী ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। তিনি (শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন) লিভার সিরোসিস ও ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ছাড়া, শ্বাসকষ্ট ও নানা শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২৬ জানুয়ারি আমার বাবাকে (শেখ মোহাম্মদ তাইজ উদ্দিন) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে গত ৩০ জানুয়ারি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই আজ রবিবার রাতে ইন্তেকাল করেন তিনি।

তাঁর মৃত্যুতে কমপিউটার বিচিত্রার পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *