আইসিটি বিভাগে সব ধরনের বিদেশ সফর বন্ধ: পলক
ক.বি.ডেস্ক: আইসিটি বিভাগে পরবর্তী ছয় মাসে সব ধরনের বিদেশ সফর বন্ধ করে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ছাড়া এই বিভাগে কোনো সিন্ডিকেট যেন তৈরি না হয় সে বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল রবিবার (১৪ জানুয়ারি) আইসিটি বিভাগে প্রথম কার্যদিবসে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘‘প্রথমদিন থেকেই আমরা একটি পরিবর্তন ঘটাতে চাই, যেখানে মূল হবে মিতব্যয়িতা। আমরা আমাদের সময়-মেধা এবং অর্থের অপচয় রোধ করতে চাই। আগামী ৩০ জুন পর্যন্ত আইসিটি বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারি বিদেশ সফরে যাবেন না। একদিকে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে সময়ক্ষেপণ না হয়, অন্যদিকে কোনো সিন্ডিকেট যেন না তৈরি হয়। এরকম কিছু হলে সেটা আমরা কোনোভাবেই মেনে নেবো না। আগামী পাঁচ বছরে আমাদের সময়, অর্থ, সম্পদ, মেধার সর্বোচ্চ ব্যবহার করার দিকে মনোযোগী হতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘২০২৬ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কিভাবে এগিয়ে যাবো সেটা নিয়ে ভাবতে হবে। এখন আমাদের স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হবে যারা হবে সমস্যা সমাধানকারী, সৃজনশীল, উদ্ভাবনী মানসিকতার। তাদের মাধ্যমেই আমরা কিন্তু ২০৪১ সালে জ্ঞানভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো। স্মার্ট বাংলাদেশের চারটা পিলারই আমাদের আইসিটি পরিবারের ওপর আংশিকভাবে নির্ভর করছে। আগামী পাঁচ বছরে আমাদের এক্সপোর্ট পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে হবে। আগামী পাঁচ বছরে আইসিটি সেক্টরে দশ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে।’’