আইএসপিএবি’র ইসি নির্বাচনে ১৩ পদে সম্ভাব্য প্রার্থী যারা

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার): দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর ২০২৫-২০২৭ মেয়াদের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ৯টি পদে সম্ভাব্য প্রার্থী হয়েছেন ১৪ জন এবং সহযোগী ক্যাটাগরিতে ৪টি পদে ১০ জন। উল্লেখ্য, ২৭ এপ্রিল বিকেলে ৫টায় চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
সাধারণ ক্যাটাগরিতে ৯টি পদে সম্ভাব্য ১৪ জন প্রার্থী
এডিএন টেলিকম লিমিটেডের মো. আজহারুল হক চৌধুরী; আলফা নেটওয়ার্কের মো. ইরফান উদ্দিন সাইমুন; আম্বার আইটি লিমিটেডের মোহাম্মদ আমিনুল হাকিম; অন্তরঙ্গ ডট কম লিমিটেডের মো. আসাদুজ্জামান; ব্রীঙ্ক সিস্টেমের মো. শরিফুল ইসলাম; সার্কেল নেটওয়ার্কের মো. মাহবুব আলম; এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ; আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সাইফুল ইসলাম সিদ্দিক; ইনভেনশন টেকনোলজি লিমিটেডের মো. মিঠু হাওলাদার; কে এস নেটওয়ার্ক লিমিটেডের নাজমুল করিম ভূঁইয়া; লিংক থ্রি টেকনোলজিস লিমিটেডের মো. রেজাউল ইসলাম; মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের মো. নেয়ামুল হক খান; ওয়ান স্কাই কমিউনিকেশনের রাশেদুর রহমান রাজন এবং রেড ডাটা (প্রা.) লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ।
সহযোগী ক্যাটাগরিতে ৪টি পদে সম্ভাব্য ১০ জন প্রার্থী
সিটি লিংক কমিউনিকেশনের তারিক হাসান তূর্য; ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসেন; ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন; এম/এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম; প্রগতি আইটির মোহাম্মদ শাহজাহান; প্যান্ডোরা টেকনোলজির মো. ইমদাদুল হক; সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম; স্পীড টেক অনলাইনের মো. নাছির উদ্দিন; তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন এবং ওয়াইড কমিউনিকেশন্সের আনোয়ার হোসেন।
১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবারের নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ২৬৩ জন এবং সহযোগী ক্যাটাগরিতে ৬৬৩ জন ভোটার হয়েছেন। ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ ক্যাটাগরি থেকে ৯ জন ও সহযোগী ক্যাটাগরি থেকে ৪ জন, মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্তীতে আগামী ১৮ মে (রবিবার) নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টনের নির্বাচন করবেন।
আইএসপিএবি’র এবারের নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সদস্যদ্বয় হলেন সহকারী অ্যার্টনী জেনারেল মো. এরশাদ হোসেন (রাশেদ) ও সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাডভোকেট রাকিব হাসান। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে এম শামছুল আলম এবং সদস্যদ্বয় হলেন লেফটেনেন্ট কর্নেল (অব.) আহম্মেদ দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।