অপো এ সিরিজের তিন ফোনে মূল্যছাড়

ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে এ সিরিজের স্মার্টফোনে মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। অপো এ সিরিজের তিন ফোনে দুই হাজার টাকা মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ৫ প্রো (৮ জিবি + ২৫৬ জিবি) এখন পাওয়া যাচ্ছে ২৪,৯৯০ টাকায়; অপো এ৩ (৬ জিবি + ১২৮ জিবি) ১৮,৯৯০ টাকায় এবং অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি) ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
অপো এ৫ প্রো স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স এবং সর্বাধুনিক এআই ক্যামেরা সিস্টেম। এর ইন্টেলিজেন্ট ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে এআই সিন রিকগনিশন, এআই পোর্ট্রেইট রিটাচিং ও এইচডিআর ইমেজিং।
অপো এ৩ স্মার্টফোনে রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিজট্যান্স এবং ১,০০০ নিটস আল্ট্রা ব্রাইট ডিসপ্লে। ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ ও ৫১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে ও অপ্টিমাজড প্রসেসিং পাওয়ার কাজ ও বিনোদন উভয়ক্ষেত্রে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে।
অপো এ৩এক্স সাশ্রয়ী মূল্যে শক্তিশালী পারফরম্যান্স ও ডিউরেবিলিটি নিশ্চিত করে। এর নির্ভরযোগ্য ফিচার ও কমপ্যাক্ট ডিজাইন কাজ ও খেলার মধ্যে নিখুঁত ভারসাম্য নিশ্চিত করে; যার প্রতিদিনের ব্যবহারে স্মার্টফোনের ওপর নির্ভর করতে চান, তাদের জন্য এটি একদম যথার্থ হবে।
বিস্তারিত: facebook.com/OPPOBangladesh বা www.oppo.com/bd ভিজিট করুন।