অনুষ্ঠিত হলো ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট
ক.বি.ডেস্ক: ‘ফিউচার অব ফিনটেক: ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ’ প্রতিপাদ্যে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ৫ম ‘‘বাংলাদেশ ফিনটেক সামিট’’। সামিটে ডিজিটাল আর্থিক খাতকে আরও আধুনিক, নিরাপদ ও উদ্ভাবনমুখী করতে নীতি, প্রযুক্তি ও সহযোগিতার প্রাসঙ্গিকতাসহ দেশের ফিনটেক খাতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার রুপরেখা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। এতে ব্যাংকিং, আর্থিক সেবা, ফিনটেক, প্রযুক্তি, বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থা, স্টার্টআপ উদ্যোক্তা এবং গবেষক, নীতি–নির্ধারক ও একাডেমিক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
আজ শনিবার (৮ নভেম্বর) ঢাকার একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ৫ম ‘বাংলাদেশ ফিনটেক সামিট’- এ প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংকের সঞ্চালনায় এ সামিট অনুষ্ঠিত হয়।
সচিবশীষ হায়দার চৌধুরী বলেন, “একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ফিনটেক খাত গড়ে তুলতে আমাদের উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহ প্রদান করতে হবে। নীতিগত প্রস্তুতি এবং আর্থিক খাতে আস্থা সুদৃঢ় করতে হবে। সমন্বিত প্রচেষ্টা ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকলে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে আরও এগোতে পারবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে নিজের অবস্থানকে আরও দৃঢ় করবে।”
শরিফুল ইসলাম, বলেন, “বাংলাদেশের ফিনটেক খাতে আমাদের অগ্রগতি দ্রুত বাড়ছে। এখন দরকার সমন্বয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং যৌথভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা। এসব মিলেই খাতটি ভবিষ্যতের বড় সুযোগগুলোকে কাজে লাগাতে পারবে।”
তিনটি কি নোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, দুটি ইনসাইট সেশন এবং একটি কেইস স্টাডির সমন্বয়ে এবারের সামিট অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় প্রাধান্য পায় ফিনটেক নীতি, প্রযুক্তির নতুন সম্ভাবনা, বাজার চাহিদা, নিরাপত্তা, প্রতিষ্ঠানের সক্ষমতা ও আর্থিক অন্তর্ভুক্তির মতো বিষয়সমূহ।
কিনোট সেশনে আলোচক ছিলেন ইস্টার্ন ব্যাংকের চিফ অপারেটিং অফিসার ওসমান এরশাদ ফায়েজ, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ আমিনুর রহমান, গ্লোবাল ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার সপনেন্দু মুহান্তি।
ওসমান এরশাদ ফায়েজ বলেন, “বাংলাদেশ ইতোমধ্যেই ফিনটেক ইনক্লুশন অর্জনের জন্য উপযুক্ত তবে অর্থবহ প্রবৃদ্ধি অর্জনের জন্য শুধু ডিজিটালাইজেশনে থেমে না থেকে ক্রেডিট, সেভিংস, ইনস্যুরেন্স ও ওয়েলথ টুলস এর মাধ্যমে ফান্ডিং তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। দেশে ফিনটেক স্টার্টআপগুলোর জন্য ফান্ডিং এখনও একটি বড় চ্যালেঞ্জ; তবে সিঙ্গাপুরের অ্যাপিক্স প্ল্যাটফর্ম–এর মতো কাঠামোবদ্ধ সহযোগিতার মডেল টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”
সামিটের অন্যান্য সেশনে ডিজিটাল ব্যাংকিং মডেল, এআই নির্ভর আর্থিক প্রযুক্তি, ছোট ও মাঝারি ব্যবসার জন্য সংযুক্ত ফিনটেক সমাধান, অ্যালগরিদম ভিত্তিক ফাইন্যান্স এবং নীতি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
এসব আলোচনায় উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সাইদ মাহবুবুর রহমান, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাশরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলী রেজা ইফতেখার, চার্টার্ড ইনস্যুরার ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী, পুবালি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রাশেদ এবং প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইদ সাজ্জাদ হায়দার চৌধুরী।





