সাম্প্রতিক সংবাদ

‘অধিকার’ এর লক্ষ্য ব্যবসা-বান্ধব আইএসপিএবি গড়ে তোলা

ক.বি.ডেস্ক: আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন। ১৩ সদস্য বিশিষ্ট এবারের নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯টি পদে প্রার্থী হলেন ১৪ জন এবং সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৪টি পদে প্রার্থী হলেন ১০ জন। নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬৩ জন এবং সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৬৬৩ জন ভোটার হয়েছেন।

‘অধিকার’
আইএসপিএবি’র এবারের নির্বাচনে সহযোগী সদস্য ক্যাটাগরিতে একক পূর্ণাঙ্গ প্যানেল ৪ জন প্রার্থীর ‘অধিকার’ নামে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলে রয়েছেন ডিজিটাল কমিউনিকেশনের মোহাম্মদ আলমগীর হোসেন; এম/এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম; তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন এবং ওয়াইড কমিউনিকেশন্সের আনোয়ার হোসেন।

টিম অধিকার বিশ্বাস করে বৈষম্যহীনতা, দায়বদ্ধ নেতৃত্ব, স্বচ্ছতা ও সমান অধিকারে। লক্ষ্য একটি সমতা ও স্বচ্ছতাপূর্ণ, সময়োপযোগী এবং ব্যবসা-বান্ধব আইএসপিএবি গড়ে তোলা। বাংলাদেশের আইএসপি ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে সকল সদস্যের অধিকার রক্ষায় এবং দীর্ঘদিনের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে প্যানেলটির পক্ষ থেকে।

সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৬ জন স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ তথ্যমতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। তারা হলেন- সিটি লিংক কমিউনিকেশনের তারিক হাসান তূর্য; ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মোহাম্মদ শরফুদ্দিন; প্রগতি আইটির মোহাম্মদ শাহজাহান; প্যান্ডোরা টেকনোলজির মো. ইমদাদুল হক; স্পীড টেক অনলাইনের মো. নাছির উদ্দিন এবং সবুজ বাংলা অনলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম।

উল্লেখ্য, আইএসপিএবি’র এবারের নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে একক পূর্ণাঙ্গ প্যানেল ৯ জন প্রার্থীর ‘আইএসপি ইউনাইটেড’ নামে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আইএসপিএবি’র সাবেক সভাপতি ও আম্বার আইটি লিমিটেডের মোহাম্মদ আমিনুল হাকিম। সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯টি পদে বাকি ৫ জন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও ভোট গ্রহণ হবে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ভোট গ্রহণ শেষে একই দিন ভোট গণনা করা হবে। তাতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ ক্যাটাগরি থেকে ৯ জন ও সহযোগী ক্যাটাগরি থেকে ৪ জন, মোট ১৩ জনকে নির্বাচিত ঘোষণা করা হবে। পরবর্তীতে আগামী ১৯ মে (সোমবার) নির্বাচিত এই ১৩ জন তাদের মধ্য হতে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টনের নির্বাচন করবেন।

আইএসপিএবি’র এবারের নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং সদস্যদ্বয় হলেন সহকারী অ্যার্টনী জেনারেল মো. এরশাদ হোসেন (রাশেদ) ও সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাডভোকেট রাকিব হাসান। নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. এ কে এম শামছুল আলম এবং সদস্যদ্বয় হলেন লেফটেনেন্ট কর্নেল (অব.) আহম্মেদ দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মো. নিহার হোসেন (ফারুক)।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *