উদ্যোগ

“আন্তর্জাতিক নারী দিবস” এ বাক্কো’র আয়োজন

ক.বি.ডেস্ক: ৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস ২০২৩” উপলক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) বিপিও শিল্পের উন্নয়নে নারীদের অনবদ্য অবদানকে সম্মান জানায়। বিপিও শিল্পে সদ্য যোগদান করা আট নতুন সদস্যকর্মীকে ‘ওয়েলকাম সার্টিফিকেট’ এবং বিপিও শিল্পে দীর্ঘকাল ধরে লং-টেনিউরড পার্সোনেল হিসেবে কর্মরতা পাঁচ নারীকে ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। দু’টি বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়। এ ছাড়া উপস্থিত প্রত্যেককে নারী দিবসের বিশেষ উপহার প্রদান করা হয়।

গত মঙ্গলবার (৭ মার্চ) ঢাকার একটি স্থানীয় হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাক্কো আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী। বিশেষ অতিথি ছিলেন বাক্কো’র সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, চার পরিচালক ফজলুল হক, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, মুসনাদ ই আহমেদ এবং প্রধান সমন্বয়ক মো. মাহতাবুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাক্কো’র ইয়ুথ অ্যান্ড উইম্যান এমপাওয়ারমেন্ট সাবকমিটি’র চেয়ারম্যান সায়মা শওকত।

তামান্না নুসরাত বুবলী বলেন, তথ্যপ্রযুক্তিক্ষেত্রের মেধাবী নারীদের দেখে আমি অনুপ্রাণিত হই প্রতিনিয়ত। অনেকের সংগ্রাম, লড়াইয়ের গল্পের সঙ্গেই আমি একাত্মবোধ করেছি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের অংশগ্রহণ অধিকতর বৃদ্ধি করতে হবে অবিলম্বে।

সেলেব্রেটিং উইম্যানস কন্ট্রিবিউশান টু বিপিও: শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এতে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. লাফিফা জামাল।

ড. লাফিফা জামাল বলেন, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, গণিত, ইঞ্জিনিয়ারিং-এরকম শক্ত শক্ত বিষয়গুলো মেয়েদের আয়ত্তের বাইরে বলেই ধরে নিই আমরা। তাদেরকে তাই এধরণের বিষয়গুলো নিয়ে পড়তে কিংবা ক্যারিয়ার গড়তে নিরুৎসাহিত করি। বিজ্ঞানী বলতেও সবসময় মনের ভেতর একটা পুরুষ মানুষের ছবিই ভেসে ওঠে আমাদের। সমাজের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে সবার আগে।

তথ্যপ্রযুক্তিক্ষেত্রে নারীর অগ্রযাত্রা: আলোচনায় তথ্যপ্রযুক্তিক্ষেত্রে নারীদের অগ্রগতি, সাফল্যের গল্প, কর্মপরিবেশ, বিভিন্ন প্রতিবন্ধকতা হতে উত্তরণের উপায়- এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্যানেল ডিসকাশনটি পরিচালনা করেন বিডব্লিউআইটি সভাপতি রেজওয়ানা খান।

অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন বেসিস’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামিরা জুবেরি হিমিকা, উইম্যান অ্যান্ড ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আছিয়া নীলা, বিএফডিএস সভাপতি ডা. তানজিবা রহমান, বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, উই সভাপতি নাসিমা আক্তার নিশা, এমরাজিনা টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম এবং ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জারা মাহবুব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *