সাম্প্রতিক সংবাদ

টিএমজিবি’র ইসি নেতৃত্বে আবারও কাওছার-মুরসালিন

ক.বি.ডেস্ক: দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আইসিটি খাতের সাংবাদিকদের নিয়ে গড়া সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এক বছর মেয়াদের ইসি নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের মোহাম্মদ কাওছার উদ্দীন ও সাধারণ সম্পাদক চ্যানেল২৪ এর মুরসালিন হক জুনায়েদ।

গতকাল ২৪ ফেব্রুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে দিনব্যাপী টিএমজিবি’র ২০২২-২০২৩ মেয়াদের প্রথম বার্ষিক সাধারণ সভা এবং ২০২৩-২০২৪ মেয়াদের ইসি নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত আয়োজনে টিএমজিবি’র ট্রাস্টি বোর্ড, বিগত ইসিবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএমজিবি’র ২০২৩-২০২৪ মেয়াদের ইসি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। সদস্যদ্বয় ছিলেন দৈনিক আজকের পত্রিকার ডেপুটি এডিটর ফারুক মেহেদী এবং দৈনিক কালের কন্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমি। উপস্থিত সাধারণ সদস্যদের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি নতুন ইসি নির্বাচিত করা হয়।

টিএমজিবি;র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচিত ইসি’র অন্যান্যরা হলেন: সহ-সভাপতি (গভ: অ্যান্ড কর্পোরেট রিলেশন) বাংলাদেশ টেলিভিশনের কুমার বিশ্বজিত রায়; সহ-সভাপতি (সদস্য কল্যাণ) এটিএন নিউজের রিশাদ হাসান; সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) এনটিভির মইদুল ইসলাম; কোষাধ্যক্ষ বৈশাখী টেলিভিশনের মাহাদী হাসান শিমুল; সাংগঠনিক সম্পাদক টেকভিশন২৪ ডটকম এর গোলাম দাস্তগীর তৌহিদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক নিউজনাউ বাংলা ডট কম এর নাজনীন আক্তার লাকী; কার্যনির্বাহী সদস্যদ্বয় হলেন দৈনিক নয়াদিগন্তের মো. নাজমুল হোসেন এবং দৈনিক জনকন্ঠের রহিম শেখ।

নির্বাচনের আগে ২০২২-২০২৩ এর বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ গত বছরের সংগঠনের বিস্তারিত কার্যক্রম এবং কোষাধ্যক্ষ রাসেল মাহমুদ গত বছরের আর্থিক প্রতিবেদন বার্ষিক সাধারণ সভায় তুলে ধরেন। এরপর সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রতিবেদন দুটি পাশ হয়। পরে গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন। এ ছাড়া নির্বাচনের নিয়মকানুন তুলে ধরেন টিএমজিবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মুহম্মদ খান।

আইসিটি খাতের খাতের সাংবাদিকতার বিকাশ, উন্নয়ন ও গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করবে টিএমজিবি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *