সাম্প্রতিক সংবাদ

আসছে আইডিয়া প্রকল্পের “স্টার্টআপ কম্পাস”

ক.বি.ডেস্ক: সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্প আয়োজন করতে যাচ্ছে “স্টার্টআপ কম্পাস”। আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ড্যাফোডিল স্মার্ট সিটিতে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।

সারাদেশের ৮টি বিভাগেই চলবে এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি সরকারি-বেসরকারি ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের মধ্য দিয়ে তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের কাছে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ। আগামীকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তুলে ধরবে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প।

স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধান অতিথি আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি থাকবেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান, সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেন এবং কমপিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া। সভাপতিত্ব করবেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *