উদ্যোগ

‘বৈঠক’ সকলের জন্য ব্যবহারোপযোগী

ক.বি.ডেস্ক: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসাবে সফলতার পাশাপাশি ‘বৈঠক’ এখন সর্বসাধারণের জন্য ব্যহারোপযোগী করা হয়েছে। এর ফলে যেকোন ব্যক্তি মাত্র ৫০ টাকা দিয়ে সর্বোচ্চ ১ দিন (২৪ ঘন্টা) যেকোন সংখ্যক বার ব্যবহার করতে পারবেন।

ব্যবহারকারী কম খরচে নির্ভেজালভাবে যেকোন সভা, ক্লাস, সেমিনার, ওয়েবনার ইত্যাদি নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি আন্তর্জাতিক মানের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মত রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং, স্যোশাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবি ফিচারসহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার ব্যবহার করতে পারবে।

কোভিডকালীন সময়ে সরকারের কার্যক্রমকে গতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই-গভ সার্ট-এর নিজস্ব জনবল দ্বারা এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়। ‘বৈঠক’-এ অনুষ্ঠিত সকল সভার তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা হয়। বৈঠক এর সাবক্রিপশনের জন্য: https://vc.bcc.gov.bd/ এবং বিস্তারিত জানার জন্য: tinyurl.com/boithokSubs

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *