সাম্প্রতিক সংবাদ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেল বাংলাদেশ

ক.বি.ডেস্ক: ‘আমার রোবট আমরা বন্ধু’ স্লোগানে জার্মানির ডর্টমুন্ডে তিন দিনব্যাপী (১৭-১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় ‘‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২’’। বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতায় প্রথমবারের মতো সরাসরি অংশগ্রহণ করেই ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের টিম লেইজি-গো দল। এবারের আসরে বিশ্বের ২৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য পায় দলটি। বাংলাদেশ থেকে অংশ নেয়া রোবনিয়াম বাংলাদেশ দল ফিউচার ইনোভেটরস বিভাগে অষ্টম স্থান অর্জন করেছে। গত বছর অনলাইনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল।

ব্রোঞ্জ পদকজয়ী টিম লেইজি-গোর সদস্যরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল সামিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তওসিফ সামিন। রোবনিয়াম বাংলাদেশ দলের সদস্যরা হলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল শাহীন এবং মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেয়া দলগুলোর দলনেতা ও উপদলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং মাহেরুল আজম কোরেশী।

উল্লেখ্য, রোবট অলিম্পিয়াড ২০২২ বাংলাদেশ-এর জাতীয় পর্ব গত অক্টোবর মাসে ঢাকায় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে বিশ্ব রোবট অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *