সাম্প্রতিক সংবাদ

স্বাচ্ছন্দ্যদায়ক ভ্রমণে শেয়ারট্রিপ’র ট্রাভেল ইন্সুরেন্স

ক.বি.ডেস্ক: ভ্রমণ সব সময় আনন্দের; তবে এতে অনিশ্চয়তাও রয়েছে। ভ্রমণের সময় ভ্রমণকারী ও তাদের প্রিয়জনের মাঝে এক ধরনের উদ্বেগ দেখা যায়। দেশের ভেতরে নির্বিঘ্নে ভ্রমণের জন্য গ্রাহকদের জন্য ‘‘ডোমেস্টিক ট্রাভেল ইন্সুরেন্স’’ সেবা চালু করেছে দেশের অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। যা ভ্রমণকারীদের যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে

গ্রাহকদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইনসুরেন্স সেবা চালু করেছে শেয়ারট্রিপ। শেয়ারট্রিপের অফিশিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে যেসব গ্রাহক ফ্লাইট বুকিং দিবেন তারা এ বিমা কাভারেজ বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।    

শেয়ারট্রিপের এ বিমা কাভারেজ সুবিধা গ্রাহকদের বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থায় সুরক্ষা প্রদান করবে। ফলে, এখন থেকে ভ্রমণপিপাসুরা দেশের ভেতরে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন।ভ্রমণের সময় কোভিড-১৯ ও ডেঙ্গুসহ যে কোন ধরনের রোগে আক্রান্ত হলে শেয়ারট্রিপের গ্রাহকরা ডোমেস্টিক ট্রাভেল ইন্সুরেন্স সুবিধা পাবেন। দেশের ভেতরে ভ্রমণের সময় হুট করে হাসপাতালে ভর্তি ও মৃত্যুজনিত ঘটনা ঘটলেও এ বিমা সেবাটি গ্রাহকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

এ প্রসঙ্গে শেয়ারট্রিপের প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা ঘর থেকে বেরিয়ে অদেখাকে রোমাঞ্চকরভাবে উপভোগ করি। এ ভ্রমণ অভিজ্ঞতাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আমরা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ভ্রমণকারীদের জন্য ডোমেস্টিক ট্রাভেল ইন্সুরেন্স সেবা চালু করেছি। এ সেবা চালুর ফলে, আমাদের গ্রাহকরা মানসিক প্রশান্তি নিয়ে ভ্রমণ করতে পারবেন; তাদের মাঝে থাকবে না কোন আর্থিক চাপ, উদ্বেগ ও অনিশ্চয়তা।

গ্রাহকদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন চাহিদা পূরণে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে শেয়ারট্রিপ। ফ্লাইট ও হোটেল বুকিং, ভিসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হলিডে প্যাকেজ সংক্রান্ত সলিউশনগুলো শেয়ারট্রিপ কিছু ক্লিকের মাধ্যমেই প্রদান করে থাকে। ভ্রমণের সময় স্বাস্থ্য বিষয়ক যেকোন অনাকাঙ্ক্ষিত জটিলতায় গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতেই ডোমেস্টিক ট্রাভেল ইন্সুরেন্স সুবিধা নিয়ে এসেছে শেয়ারট্রিপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *