উদ্যোগ

মিত্র ফিনটেক’র সঙ্গে সজন’র সমঝোতা চুক্তি

ক.বি.ডেস্ক: মিত্র ফিনটেক লিমিটেড এবং দেশের ডিজিটাল মাইক্রো-ফাইনান্স ইন্সটিটিউশন সমন্বিত জনকল্যাণ কেন্দ্র (সজন) একটি যৌথ উদ্যোগ চালু করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি এই উদ্দেশ্যে দুপক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়। আর্থিক উন্নয়নকে তরান্বিত করতে অগ্রিম বেতনের পাশাপাশি একাধিক ডিজিটাল সলিউশন নিয়ে আসার জন্য এই যৌথ উদ্যোগটি কাজ করবে।

চুক্তির ফলে মিত্রর অগ্রিম স্যালারি উত্তোলন (ইডব্লিউএ) সমধানের সুবাদে সকল শ্রেণির পেশাজীবীরা জরুরি দরকারে কিংবা আর্থিক সঙ্কটে বেতনের আগেই অর্জিত মজুরি উত্তোলন করতে পারবে। ক্ষুদ্র ও বৃহত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একটি নির্ভরযোগ্য জনবল গঠন করার পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মিত্র এবং সজন একসঙ্গে কাজ করবে।

সমঝোতা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিত্র ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিশোয়ার আহমেদ হাশেমি, বিজনেস ডেভেলপমেন্টের এভিপি রেজাউর রহমান রবিন এবং সমন্বিত জনকল্যাণ কেন্দ্রের (সজন) চেয়ারম্যান শওকত হোসেন, নির্বাহী পরিচালক ও  প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল গাফফার সাদি।

বাংলাদেশি ফাইনান্সিয়াল প্লাটফর্ম মিত্র, বেতনভুক্ত পেশাজীবীদের আর্থিক নিশ্চয়তা প্রদানের উদ্দেশ্যে কাজ করছে। ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির কর্মচারি, যেমন কারখানার কর্মী, সিকিউরিটি গার্ড, কিংবা ডেলিভারি এজেন্ট পেশায় নিয়োজিত ব্যক্তিরা সহজেই মিত্র প্লাটফর্ম থেকে উপার্জিত বেতন উত্তোলন করতে পারবে। আর্থিক নিশ্চয়তা কর্মদক্ষ জনবল গঠনে সহায়তা করে, এমন লক্ষ্য নিয়েই যাত্রা হয় মিত্র ফিনটেক লিমিটেডের। পেশাজীবীদের দ্রুত অগ্রিম বেতন নিশ্চিত করার পাশাপাশি সম্পূর্ণ বেতন প্রদানের প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পে-রোল সফটওয়ার সরবরাহ করবে মিত্র।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *