সাম্প্রতিক সংবাদ

২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ করদাতা গ্রামীণফোন

ক.বি.ডেস্ক: গ্রামীণফোন ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে। এ নিয়ে টানা সপ্তমবারের মতো এ সম্মাননা অর্জন করলো গ্রামীণফোন। জাতীয় কোষাগারে গ্রামীণফোনের অবদান প্রায় ৩,৫৪৯ কোটি টাকা।

টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোনকে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানের জন্য সম্মানিত করে এনবিআর’র আয়কর বিভাগের বৃহত করদাতা ইউনিট (এলটিইউ)। এ উপলক্ষ্যে বৃহত কর ইউনিটের আয়কর অনুবিভাগের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে এনবিআর’র কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য শাহীন আক্তার গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট ট্যাক্স মো. মহসিন।

উল্লেখ্য, এর আগে টানা ছয়বারের মতো ০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের মতো গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *