অ্যাপস মোবাইল

ইমো’র নতুন ফিচার ‘চ্যানেল’

ক.বি.ডেস্ক: ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো সম্প্রতি এর প্ল্যাটফর্মে ‘‘চ্যানেল’’ নামক নতুন ফিচার চালু করেছে। সেবা ও তথ্য সংক্রান্ত সুবিধা প্রদানের লক্ষ্যে তৈরি এই ব্রডকাস্ট প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনা মূল্যে উপভোগ করা যাবে। ব্যবসায় নতুন দিক, লাইফস্টাইলেও ভিন্ন মোড় স্লোগানে এই ব্যতিক্রমী ফিচার দেশের ব্যবসায়িক ইকোসিস্টেমকে একত্রিত করবে এবং মানুষের জীবনধারার মানোন্নয়নেও ভূমিকা পালন করবে।

আগ্রহী ব্যবহারকারীদের যে কেউই সহজে ইমোতে চ্যানেল চালু করতে পারেন। এই প্ল্যাটফর্মে পাবলিশাররা মাল্টিমিডিয়া কনটেন্ট পোস্ট করতে পারবেন এবং ইমো’র নির্দিষ্ট ব্যবহারকারীসহ চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে তাদের সেবা ব্রডকাস্ট করতে পারবেন। পাবলিশাররা ম্যাসেজ বা ফাইল এর মাধ্যমে কনটেন্ট পোস্ট করতে পারবেন। ম্যাসেজটি টেক্সট ও ছবি থেকে শুরু করে লিঙ্ক ও ভিডিও নানান রকম হতে পারে।

চ্যানেল একটি অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে। অসাধারণ এই অ্যাপে ওয়ান-টু-মেনি ব্রডকাস্ট ও ওয়ান-টু-ওয়ান এনগেজমেন্ট এর সুযোগ রয়েছে। কনটেন্ট নির্মাতাদেরকে তাদের কনটেন্ট সমমনা দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে চ্যানেলটি।

ইমো’র চ্যানেল দেশের কোনো ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের প্রথম ওয়ান-স্টপ লাইফ সার্ভিস প্ল্যাটফর্ম। সারা দেশের ব্যবহারকারীরা এই নতুন ফিচারটি উপভোগ করতে পারবেন। দেশের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশনের মাধ্যমে ইমো বর্তমান বিশ্বে বৈপ্লবিক পরিবর্তন আনবে। আগ্রহী ব্যবসা প্রতিষ্ঠান বা পার্টনাররা cooperation@imo.im এই ঠিকানায় ইমোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *