উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

বাক্কো এবং উজবেকিস্তান আইটি পার্ক’র মধ্যে চুক্তি স্বাক্ষর

ক.বি.ডেস্ক: বিপিও শিল্পের উন্নয়নের লক্ষ্য নিয়ে দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্প খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং উজবেকিস্তান আইটি পার্ক’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকটির মূল উদ্দেশ্য হচ্ছে দুই দেশের বিপিও শিল্পের উন্নয়নে বিভিন্ন বি-টু-বি সেশন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন কর্মশালা আয়োজন এবং বিপিও সেবা রপ্তানি করতে যৌথ সহযোগিতার মাধ্যমে বিদেশী বিনিয়োগের সকল সুযোগ-সুবিধা ও প্রণোদনামূলক কর্মসূচী প্রসারিত করা।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ স্লোগানে ঢাকায় চার দিনব্যাপী (১১-১৪ নভেম্বর) অনুষ্ঠিত আইসিটি খাতের বিশ্ব সম্মেলন ‘‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১’’ (ডব্লিউসিআইটি ২০২১) এ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ এবং উজবেকিস্তান আইটি পার্ক’র প্রধান নিবার্হী কর্মকর্তা ফারখোদ ইব্রাগিমোভ। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজবেকিস্তান আইটি পার্ক’র রেভোচেইন টেকনোলজির টেকনিকাল ডিরেক্টর জাসুরবেক রুজমাত, চিফ ওভারসিস অফিসার আয়ুপোভ বখড়ির, প্রমোশন অব রেসিডেন্টস প্রোডাক্টস ইন গভর্নমেন্ট এজেন্সিসের ম্যানেজার সামুহিদ্দিনভ জুখরিদ্দিন, বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহীদ-উল-মুনির, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বেসিসের সাবেক সভাপতি সাফকাত হায়দারসহ বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং দেশের আইসিটি শিল্পের অন্যান্য নেতৃবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *