উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস’ পালন করবে ডিআইইউ

ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা মাস উপলক্ষে আগামী ৩০ অক্টোবর দিনব্যাপী ‘‘সাইবার নিরাপত্তা সচেতনতা দিবস-২০২১’’ পালন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাইবার সিকিউরিটি সেন্টার। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সাইবার দুনিয়ায় নিরাপদ থাকি’। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, পণ্য পদর্শনী এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে শতাধিক দল অংশ নিতে যাচ্ছে। দিনব্যাপী এসব আয়োজনে সহযোগিতা করছে বেসিস, আইএসএএস  এবং সফটহাব বিডি।

আজ  বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক অনলাইন মিট দ্য প্রেস অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন ডিআইইউর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান, বেসিসের পরিচালক রাশেদ কবির এবং আইএসএএসের পরিচালক এ এন এম শাখাওয়াত্ হোসেন ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *