উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

ডোরস্টেপ ডেলিভেরিতে ওয়ালকার্টের সহযোগী পেপারফ্লাই

ক.বি.ডেস্ক: ওয়ালটন গ্রুপের ইকমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্টের পণ্য গ্রাহকের কাছে দেশজুড়ে ডোরস্টেপ ডেলিভারি করবে দেশের ডোরস্টেপ ডেলিভারি নেটওয়ার্ক পেপারফ্লাই। ওয়ালটনের  নিজস্ব ব্রান্ডের ইলেক্ট্রনিকস পণ্য ছাড়াও প্রয়োজনীয় লাইফস্টাইলের সব পণ্য এক ঠিকানায় নিয়ে আসতে খুব শীঘ্রই যাত্রা করবে ওয়ালকার্ট ডটকম। ইকমার্স প্রতিষ্ঠানটি ব্যবসা প্রতিষ্ঠান এবং গ্রাহকের মাঝে সংযোগ স্থাপনে কাজ করবে।

সম্প্রতি ওয়ালকার্টের ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা এবং পেপারফ্লাইয়ের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড কী অ্যাকাউন্টস) সাজ্জাদুল ইসলাম ফাহমি চুক্তি স্বাক্ষর করেন। এসময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডিরেক্টরের পার্সোনাল সেক্রেটারি সাবরিনা রশিদ, ওয়ালটন ই-প্লাজার ইনচার্জ শওকত এলাহী, লজিস্টিকস ইনচার্জ সিরাজুস সালেকীন, বিজনেস ডেভেলপমেন্ট ও ক্যাম্পেইন ইনচার্জ নাফিস ইসতিয়াক এবং লজিস্টিক অপারেশন মনজুরুল হক উপস্থিত ছিলেন। পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট (সেলস) মেসবাউর রহমান, ম্যনেজার (প্রোডাক্ট অ্যান্ড প্ল্যানিং) সাব্বির শোয়েব এবং অ্যাসিস্টেন্ট ম্যানেজার (সেলস) অলি-উর-রেজা উপস্থিত ছিলেন।

স্থানীয় ইলেক্টনিক প্রতিষ্ঠান ওয়ালটনের স্বকীয়তা বজায় রেখে, পেপারফ্লাইয়ের সর্বাধিক বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে ওয়ালকার্টের পণ্য পৌঁছাবে। দেশের যেকোন প্রান্তে ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে গ্রাহকের ঠিকানায় পণ্য পৌছে দিতে ২১৬ টি ডেলিভেরি পয়েন্টের মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করেছে পেপারফ্লাই। পেপারফ্লাই গো অ্যাপ চালুর মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠান সমূহের পণ্য সংযোগ, অর্ডার পর্যবেক্ষনসহ ইনভয়েস যুক্ত করার সুবিধা মোবাইল ফোনে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *