প্রযুক্রির পণ্য ল্যাপটপ সাম্প্রতিক সংবাদ

ওয়ালটনের কেরোন্ডা সিরিজের নতুন ল্যাপটপ

ক.বি.ডেস্ক: ওয়ালটন ডিজিটাল ডিভাইস বাজারে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের সাশ্রয়ী মূল্যের নতুন মডেলের ল্যাপটপ বাজারে এনেছে। ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসরযুক্ত কেরোন্ডা সিরিজের ‘‘কেরোন্ডা জিএক্সফাইভটেনএইচ’’ মডেলের ল্যাপটপটির বাজার মূল্য ৭৯ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটন কেরোন্ডা জিএক্সফাইভটেনএইচ: ল্যাপটপটিতে রয়েছে ইন্টেলের কোর আই ফাইভ ১০৩০০এইচ সিরিজের প্রসেসর, ৩২০০ মেগাহাটর্জ ৮ গিগাবাইট ডিডিআর৪ র‌্যাম, এনভিডিয়া এমএক্স৩৫০ ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড, ১৫.৬ ইঞ্চি আইপিএস ফুল এইচডি ডিসপ্লে, ৫১২ জিবি এমডটটু এসএসডি। ইন্টেল প্রসেসরের সঙ্গে এই ল্যাপটপে আছে ইন্টেলের ডেডিকেটেড এইচএম৪৭০ এক্সপ্রেস চিপসেট। বিল্টইন ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০ এবং ২ গিগাবাইট এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড। পাশাপাশি ল্যাপটপটিতে ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে প্যানেল এবং মাল্টিকালার ইলুমিনেটেড কিবোর্ড থাকায় ব্যবহাকারী অনন্য অভিজ্ঞতা পাবেন। কালো রঙের ল্যাপটপটিতে ৩২ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ রয়েছে। আছে হাই ডেফিনেশন অডিও। কন্টেন্ট বানানোর সুবিধার্থে আছে বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি ২ ওয়াটের স্পিকার, সাউন্ড ব্লাস্টার সিনেমা ৬ রয়েছে।  

উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম, ৪ সেলের পলিমার ব্যাটারি প্যাক। যা ৮ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ। সেলফির জন্য রয়েছে ১ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ২ টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, সিক্স ইন ওয়ান কার্ড রিডার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি। এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *