অন্যান্য মতামত সাম্প্রতিক সংবাদ

মালয়েশিয়ার প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

ক.বি.ডেস্ক: ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এবং দক্ষ করে তোলার লক্ষ্যে মালয়েশিয়া প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা করেছে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া। গত শনিবার (১৭ জুলাই) ভার্চুয়ালি অর্ধ শতাধিক নারীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য মালয়েশিয়া প্রবাসী নারীদের উপযুক্ত করে তোলা হবে। কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি ধাপ, ট্রেনিং, আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মাশালাটি উদ্বোধন করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. মনোয়ারা হাকিম আলী। বক্তব্য রাখেন বিডি এক্সপ্যাটের সহ- প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ, ইয়ুথ হাবের সাধারন সম্পাদক সুমাইয়া জাফরিন চৌধুরী, বিডি এক্সপ্যাট মালয়েশিয়ার সংগঠক অসীম সাহা রায়। কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার ও সফল ফ্রিলান্সার মোবাশশির ত্বা-সীন এবং  সঞ্চালনা করেন ড. লুবনা আলম। 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *