সফটওয়্যার সাম্প্রতিক সংবাদ

এআই প্রযুক্তির ‘ইন্সট্রাই’ বাজারে আনলো ই-সফট

ক.বি.ডেস্ক: মেম্বারভিত্তিক অর্গানাইজেশন যেমন- প্রফেশনাল অ্যাসোসিয়েশন, ট্রেড বডি, চ্যারিটি অর্গানাইজেশন, এডুকেশনাল সেন্টার, ক্লাব, ওয়েলনেস অ্যান্ড বিউটি সেন্টার, স্পোর্টস লীগ, জীম অ্যান্ড ফিটনেস সেন্টার ইত্যাদি অর্গানাইজেশনকে সম্পুর্নভাবে অনলাইনে পরিচালনা করার জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-সফট বাজারে এনেছে মেম্বারশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ‘ইন্সট্রাই’।

ইন্সট্রাই এই সফটওয়্যারটির ফিচারগুলির মধ্যে অন্যতম অলাইন মেম্বার রেজিস্ট্রেশন, অনলাইন মেম্বারস ফি কালেকশন, মেম্বার ড্যাশবোর্ড, সেমিনার অর্গানাইজড, অটো সার্টিফিকেট জেনারেট, পেমেন্ট সিস্টেম, অটো ইনভয়েস, ডাটা এনালাইটিক্স ইত্যাদি। একই সঙ্গে এই সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে মেশিন লার্নিং সিস্টেম যার মাধ্যমে ব্যবহারকারী প্রতিষ্ঠান যাবতীয় রিপোর্ট ও এনালাইটিক্যাল ডাটা খুব সহজেই পেয়ে যাবে।

বর্তমানে ইন্সট্রাই সফটওয়্যারটি ভার্শন ১.০ আছে এবং সফটওয়্যারটি যে কেউ চাইলে অ্যান্ড্রয়েড এবং আইওএস  মোবাইল অ্যাপস হিসেবেও ব্যবহার করতে পারবে। বিস্তারিত জানতে: esoft.com.bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *