উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

অনলাইনে প্রথম ‘শস্য উৎসব ২০২১’

ক.বি.ডেস্ক: ‘শস্যই সিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি’ স্লোগানে দেশের অন্যতম হোলসেল মার্কেটপ্লেস সদাগরডটকম এর আয়োজনে অনুষ্ঠিত হলো কৃষকের হাসিমুখ ফোটাতে ‘‘সদাগর শস্য উতসব ২০২১’’। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব জাহিদ হাসান, সংগীত শিল্পী নাসিম আলি খান, সদাগরডটকম এর সিইও আরিফ চৌধুরী, চীফ স্ট্রাটেজি অফিসার জাহিদুল আলম শাহ প্রমুখ। এই আয়োজনে একজন পাইকারী উদ্যোক্তা দেশের যেকোন প্রান্ত থেকে বিশেষ মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় কিনতে পারবেন। একজন উদ্যোক্তা একদিনে ৫ টন থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ টন চাল অর্ডার করতে পারবেন। বুকিংয়ের তারিখ হতে প্রথম সাতদিনের মধ্যে চালের প্রথম কিস্তির চালান পেয়ে যাবেন।

আরিফ চৌধুরী বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য সরাসরি কৃষকের ঘর থেকে শস্য পৌঁছে যাবে পাইকারীর ঘরে। কৃষক পাবে ন্যায্যমূল্য, পাইকারী ব্যবসায় আসবে সর্বোচ্চ গতি আর এজন্য দরকার পাইকারী ব্যবসায়ীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *