প্রতিবেদন সাম্প্রতিক সংবাদ

সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন আইটেল

বিশ্বজুড়ে মুসলমানরা যখন দ্বিতীয়বারের মতো লকডাউনের মধ্যেই রোজা পালন করছেন, তখন মহামারি করোনাভাইরাস মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। লকডাউনের মতো বর্তমান পরিস্থিতিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যে কতটুকু গুরুত্বপূর্ণ, তা আপনি কাছে বা দূরে থাকুন সেটি বোঝার কথা। রমজানের দিনগুলোতে যদি পরিবার বা বন্ধু এবং প্রিয়জনকে মিস করতে না চান, তবে আপনার একটি নতুন এবং সাশ্রয়ী স্মার্টফোন থাকাটা অত্যন্ত্ জরুরি। আর গ্রাহকদের চাহিদা এবং বাজেটের বিষয় মাথায় রেখে সাশ্রয়ীমূল্যে বিভিন্ন ডিভাইস নিয়ে আসায় বছরের পর বছর ধরে সবার পছন্দের ফোন হয়ে উঠেছে আইটেল।

ভিশন ২ সিরিজ: আইটেল ভিশন ২ স্মার্টফোনটিতে ৬.৬ ইঞ্চি এইচডি+ ডট নচ ফুলস্ক্রিন ডিসপ্লে এবং ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরা + ৮ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা আছে। ফোনটিতে ৪০০০ এমএএইচ বিশাল ব্যাটারি রয়েছে। ফোনটি ২ গিগাবাইট র্যাম + ৩২ গিগাবাইট রম এবং ৩ গিগাবাইট র্যাম + ৬৪ গিগাবাইট রম এ দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। ১.৬ গিগাহাটর্জের অক্টা-কোর প্রসেসরের ফোনটি অ্যান্ড্রয়েড টিএম ১০ (গো এডিশন) চালিত। ৮.৩ মিমি সুপার সিস্নম বডির ফোনটিতে ফেস আনলক ,ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ভিশন ২ সিরিজের ২/৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির মূল্য ৮,৪৯০ টাকা এবং ৩/৬৪ জিবি সংস্করণ স্মার্টফোনটির মূল্য ৯,৪৯০ টাকা।

ভিশন ১ প্রো সিরিজ: ৬.৫ ইঞ্চি এইচডি + ওয়াটারড্রপ ফুলস্ক্রিন ডিসপ্লে, ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ২ জিবি র্যাম + ৩২ জিবি রম / ৩ জিবি র্যাম + ৩২ জিবি রম এ দুটি সংস্করণে আইটেল ভিশন ১ প্রো ফোনটি পাওয়া যাচ্ছে। এতে ৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা + ৫ এমপি সেলফি ক্যামেরা আছে। নিরাপত্তা নিশ্চিতে এতে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর + ফেস আনলক সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েডটিএম ১০ (গো সংস্করণ) চালিত ১.৪ গিগাহাটর্জের কোয়াড-কোর প্রসেসর ফোনটিতে ৪ জি চালানো যাবে। ভিশন ১ প্রো ২/৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির মূল্য ৭,২৯০ টাকা এবং ৩/৩২ জিবি সংস্করণ স্মার্টফোনটির মূল্য ৮,৬৯০ টাকা।

আইটেল এ৩৬: এন্ট্রি লেবেলের স্মার্টফোন হলো আইটেল এ৩৬। ফোনটিতে ৩০২০ এমএএইচ ব্যাটারি, ৫.৫ এইচডি + ডিসপেস্ন আছে। ফোনটিতে কোয়াড-কোরের ১.৩ গিগাহাটর্জ প্রসেসর এবং ১ জিবি র্যাম + ১৬ জিবি রম রয়েছে যা অ্যান্ড্রয়েড ৯ (গো এডিশন) চালিত। স্মার্টফোনটিতে ৫ এমপি রিয়ার ক্যামেরা + ৫ এমপি সেলফি ক্যামেরা সুবিধাযুক্ত করা হয়েছে। বাজেটবান্ধব স্মার্টফোনটির মূল্য ৫,২৯০ টাকা।

আইটেল এ৪৮: আইটেল এ৪৮ বেসিক স্মার্টফোন সিরিজের সর্বশেষ সংযোজন। সাশ্রয়ী মূল্যে সবাইকে অ্যান্ড্রয়েড ফোন কেনার সুযোগ করে দিচ্ছে আইটেল। অ্যান্ড্রয়েড ১০ (গো এডিশন) চালিত আইটেল এ৪৮ ফোনটির আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে ফুলস্ক্রিন এবং ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা + ৫ এমপি সেলফি ক্যামেরা। এ ছাড়া ২ জিবি র্যাম + ৩২ জিবি রম স্মার্টফোনটিতে ১.৪ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। স্মার্টফোনটির মূল্য ৬,৯৯০ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *