উদ্যোগ মোবাইল সাম্প্রতিক সংবাদ স্মার্টফোন

অপো রেনো৫ ক্রয়ে বিনা মূল্যে হোম ডেলিভারি

গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো গত ১৪ জানুয়ারি বাংলাদেশে তাদের সর্বশেষ স্মার্টফোন রেনো৫ এর ফার্স্ট সেল শুরু করে। রেনো সিরিজের পূর্ববর্তী ফোন রেনো৪ এর থেকে রেনো৫ ৩৬১ শতাংশ বেশি বিক্রি হয়ে অপোর ফোনের বিক্রিতে নতুন রেকর্ড তৈরি করেছে। রেনো৫ এখন অপোর প্রতিটি আউটলেট ছাড়াও অপোর অফিসিয়াল সাইটে পাওয়া যাচ্ছে এবং গ্রাহকরা পাচ্ছেন বিনা মূল্যে হোম ডেলিভারি সার্ভিস সুবিধা।

এ সম্পর্কে অপোর কান্ট্রি পাবলিক রিলেশন হেড জোশিতা সানজানা রিজভান বলেন, সর্বশেষ সব উদ্ভাবন নিয়ে এসে আমরা আমাদের স্মার্টফোনগুলোকে ধারাবাহিকভাবে উন্নত করে যাচ্ছি। টেকনোলজি ফর দ্য ম্যানকাইন্ড প্রতিপাদ্যে আমরা অত্যাধুনিক সব প্রযুক্তি নিয়ে আসছি যেন তরুণ প্রজন্ম খুব সহজেই তাদের প্রতিভা ও সৃজনশীলতা সবার সামনে তুলে ধরতে পারে।

অপোর রেনো সিরিজের ফোনগুলো বিস্ময়কর ক্যামেরা সেটআপ এবং সামগ্রিক পারফরম্যান্সের জন্য ফ্যানদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাহকরা এখন অপোর অফিসিয়াল ফেসবুক পেজের স্বয়ংক্রিয় চ্যাট সিস্টেম থেকে আরও উন্নত পরিষেবা ও পণ্যের ব্যাপারে সকল তথ্য পেতে পারেন। অপো রেনো৫ বিনা মূল্যে হোম ডেলিভারি পেতে গ্রাহকরা এই লিংকে যেতে পারেন: https://opposhop.online/product/13

অসাধারণ ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্যে অপো রেনো৫-এ ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরার সঙ্গে আছে এআই মিক্সড পোর্ট্রেট এবং ডুয়াল-ভিউ ভিডিও মোড। ৭.৮ মিমি ফোনটির ওজন মাত্র ১৭১ গ্রাম। রেনো৫ এর ৫০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং-এ মাত্র ৪৮ মিনিটের মধ্যে এর ৪,৩১০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পুরোপুরিভাবে চার্জ করা যাবে। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ফোনটি তরুণ প্রজন্মের জীবনযাত্রাকে আরও সমুন্নত করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *