সাম্প্রতিক সংবাদ

দেশব্যাপী দেড় শতাধিক হোটেলের সঙ্গে গো যায়ান-এর চুক্তি

দেশের অন্যতম স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সি গো যায়ান, সম্প্রতি দেশব্যাপী দেড় শতাধিক হোটেলের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সাক্ষর করেছে। দেশব্যাপী ছড়িয়ে থাকা সব হোটেল এবং রিসোর্টসমূহকে অনলাইনে যুক্ত করে দেশের সর্ববৃহত অনলাইন হোটেল বুকিং প্ল্যাটফর্ম তৈরি করাই গো যায়ান-এর মূল লক্ষ্য।

এই চুক্তির ফলে এখন থেকে গ্রাহকরা কক্সবাজার, সেন্ট মার্টিন্স দ্বীপ, সিলেট, শ্রীমঙ্গল, কুয়াকাটা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাজেক ও বান্দরবনের অধিকাংশ স্বনামধন্য পাঁচ তারকা, চার তারকা ও তিন তারকা হোটেল এবং রিসোর্টের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের বিখ্যাত হোটেলগুলো গো যায়ান এর ওয়েবসাইটে সরাসরি বুকিং দিতে পারবেন। এ ছাড়া, ঢাকার আশেপাশের গাজীপুর, মুন্সিগঞ্জ ও নরসিংদীর বেশ কিছু রিসোর্ট গো যায়ানের ওয়েবসাইটে সরাসরি বুক করা যাবে।

দেশে সর্বপ্রথম সম্পুর্ণ স্বয়ংক্রিয় হোটেল বুকিং ও ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম তৈরি করে হোটেল বুকিংকে আরও সহজ এবং সুবিধাজনক করাই গো যায়ান-এর অন্যতম লক্ষ্য। তাদের ওয়েবসাইট ব্যবহার করে হোটেল কর্তৃপক্ষ নিজেদের হোটেলকে গো যায়ান-এর প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করার পাশাপাশি সম্ভাব্য সকল বিকল্প সুযোগ-সুবিধা সংযোজন করতে পারবেন। একবার একটি হোটেল গো যায়ান-এর তালিকাভুক্ত হয়ে যাওয়ার পর যে কেউ www.gozayaan.com থেকে খুবই সহজে ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা বিকাশ ব্যবহার করে হোটেল বুক করতে পারবেন। ব্যাপারটা অনেকটা এমন, কোনো একজন গ্রাহক কক্সবাজারে এমন হোটেলে রুম নিতে চাচ্ছেন যে হোটেলে সুইমিং পুল, জিম এবং ব্রেকফাস্টের সুবিধা রয়েছে, তিনি এই প্ল্যাটফর্মের ফিল্টার ও সার্চিং সুবিধা নিয়ে তা খুঁজে বের করতে পারবেন এবং সহজেই হোটেল রুম বুক ও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এ ছাড়াও গ্রাহকরা হোটেল থেকে দেয়া সব সুবিধা যেমন ফ্রী ক্যান্সেলেশন, এয়ারপোর্ট শাটল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুইমিংপুল সুবিধা উপভোগ করতে পারবেন।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি এমেক্স, ইবিএল, ইউসিবি, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, লঙ্কাবাংলা, বিকাশের সঙ্গে গো যায়ানের চুক্তি রয়েছে। যার ফলে ভ্রমনকারীরা বেশিরভাগ সময় বিভিন্ন সেবার ওপর আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারেন। এ ছাড়াও আইপিডিসি ইজি ও গো যায়ানের যৌথ উদ্যোগে একজন ভ্রমণকারী ট্রাভেল লোন সুবিধা গ্রহণ করতে পারেন। একজন চাকুরীজীবী খুবই সহজে অনলাইনে ট্রাভেল লোনের জন্য আবেদন করতে পারবেন যা অনুমোদিত হয় মাত্র ৭২ ঘন্টার মধ্যে। এর আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৬ মাসের জন্য বিনা সুদে এ ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এভাবেই গো যায়ান বাংলাদেশের ভ্রমণপিপাসুদের ভ্রমণ অভিজ্ঞতাকে সহজ ও সাচ্ছন্দ্যময় করে তুলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *