সাম্প্রতিক সংবাদ

‘বিজ্ঞান অলিম্পিয়ড ২০২০’ এ ডিটিআই’র শিক্ষার্থীদের ২য় ও ৩য় স্থান অর্জন

কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ‘৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়ড ২০২০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিনিয়র, জুনিয়র এবং বিশেষ এই তিনটি ক্যাটেগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহানাজ সুলতানা এবং ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মদ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি বীর মুক্তযোদ্ধা মো. আবুল হোসেন।

প্রতিযোগিতায় ড্যাফোডিল পরিবার পরিচালিত ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের (ডিটিআই) শিক্ষার্থীরা ২টি ক্যাটাগরিতে (ই-মিট, সাউন্ড টান্সমিশন বাই ওয়াইফাই, কুলার ও হিটার, অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার ডিস্পেন্সার এবং অ্যাকাউন্ট অ্যাপ ফর লোকাল ফার্মার) এই ৫টি প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ডিটিআইর শিক্ষার্থীরা ক্রিয়েটিভ ও সাসটেইনেবল প্রজেক্ট ক্যাটাগরিতে কুলার ও হিটার ২য় এবং ই-মিট ক্যাটাগরিতে ৩য় স্থান অর্জন করে এবং প্রধান অতিথির কাছ থেকে পুরষ্কার ও সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *