সাম্প্রতিক সংবাদ

জাতিসংঘ আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কৃত বাংলাদেশের ‘সাইবার টিনস’

অনলাইনে শান্তি ও নিরাপত্তার সুরক্ষা দেওয়া বিষয়ে জাতিসংঘ আয়োজিত ‘অ্যাপস ফর ডিজিটাল পিস’ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে বাংলাদেশের ‘‘সাইবার টিনস’’। প্রতিযোগিতায় তৃতীয় হওয়ায় সাইবার টিনস পুরস্কার হিসেবে পাচ্ছে পাঁচ হাজার ডলার এবং ২০২১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনলাইন নিরাপত্তা ও হুমকি নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ। সাইবার টিনসের প্রতিষ্ঠাতা হলেন সাদাত রহমান।

দেশের সাইবার বুলিংয়ের শিকার হওয়া কিশোর-কিশোরীদের সাহায্য করে থাকে এই অনলাইন প্ল্যাটফর্ম সাইবার টিনস। সাইবার টিনস স্কুল-কলেজে শিক্ষার্থীদের সচেতন করতে ডিজিটাল লিটারেসি ক্লাব গঠনসহ নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনারও করে থাকে।

জাতিসংঘ আয়োজিত প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য গত ২৬ জানুয়ারি অনলাইন সুরক্ষায় প্রযুক্তিগত সমাধানের আইডিয়া আহ্বান করা হয়। গত সোমবার (২১ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে সেরা ঘোষণা করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *