আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য সাম্প্রতিক সংবাদ

ইনটেল প্রসেসর ক্রয়ে ‘অ্যাভেঞ্জার্স গেম’ ফ্রি

অ্যাভেঞ্জার্স সিনেমা বিশ্বের প্রায়ই ছোট-বড় সবারই মন কেড়েছে। আগামী মাসের (সেপ্টেম্বর) ৪ তারিখে মুক্তি পাচ্ছে ‘মার্ভেল অ্যাভেঞ্জার্স গেম’। তবে এবার অ্যাভেঞ্জার্সপ্রেমী ও গেমারদের জন্য সুখবর নিয়ে এসেছে বিশ্বখ্যাত মাইক্রোপ্রসেসর নির্মাতা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইনটেল। ইনটেলের নবম ও দশম জেনারেশনের ‘‘কে এ’’ প্রসেসর ক্রয়ে রয়েছে বিনা মূল্যে অ্যাভেঞ্জার্স গেমটি। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ৫০০০ টাকা।

ইনটেলের এই অফার চলবে  ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশেও এই অফার পাওয়া যাবে ইনটেলের প্লাটিনাম অংশীদার বাইনারি লজিকে। গেমারদের জন্য ইনটেল প্রসেসর ক্রয়ে বিনা মূল্যে গেমটি দেওয়া খুবই আনন্দের খবর।

বাংলাদেশে ইনটেলের প্লাটিনাম অংশীদার বাইনারি লজিকের প্রধান নির্বাহী মনসুর আহমদ চৌধুরী মুক্তা বলেন, বাইনারি লজিকে এই অফার পাওয়া যাবে। ইনটেলের নবম ও দশম জেনারেশনের ‘‘কে এ’’ প্রসেসর আগে সাধারণ বক্সে আসলেও এখন থেকে অ্যাভেঞ্জার্সের বক্সেও নতুন আঙ্গিকে পাওয়া যাবে। সঙ্গে অ্যাভেঞ্জার্সের একটি পোস্টারও উপহার দেওয়া হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *