করোনা মহামারির এ সময়ে পড়ালেখা নির্বিঘ্ন করতে এবার নতুন পণ্য নিয়ে আসছে ভারতের মুকেশ আম্বানির জিও। প্রতিষ্ঠানটির বার্ষিক বৈঠকে সম্প্রতি জিও গ্লাস আনার ঘোষণা দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এর মাধ্যমে ভারতে ৩ডি হলোগ্রাফিক ভিডিও কলিংয়ের যাত্রা শুরু হতে চলেছে। মোট ২৫টি মিক্সট রিয়ালিটি অ্যাপ এটিতে সমর্থন করবে।

জিও গ্লাস দেখতে সাধারণ চশমার মতো। এটি ফোনের সঙ্গে যুক্ত করে ভিডিও কল এবং মিটিং করলে ৩ডি হলোগ্রাফিক পরিবেশ মিলবে। ফলে অনেক দূরে থাকলেও ফোনের ওপারে থাকা ব্যক্তিকে দেখা যাবে চোখের সামনে। বাস্তবের সঙ্গে মিলেমিশে যাবে ভার্চুয়াল জগৎ। যেখানে ব্যবহারকারীরা সর্বোৎকৃষ্ট মিক্সড রিয়ালিটি পরিষেবা পাবেন। এর মাধ্যমে ভূগোল শেখার প্রচলিত প্রথা ইতিহাসে পরিণত হবে। এ গ্লাসের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস বাস্তব মনে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *