মোবাইল স্মার্টফোন

দেশের বাজারে অপো এ৩১ স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে অপো নিয়ে এলো ‘অপো এ৩১’ মডেলের স্মার্টফোন। অপোর স্মার্টফোনগুলো সকল ক্ষেত্রেই তরুণ প্রজন্মের দৈনন্দিন প্রযুক্তিগত চাহিদা পূরণ করে আসছে। ফ্যান্টাসি হোয়াইট এবং মিস্টেরি ব্ল্যাক– এ দুই রঙে পাওয়া যাচ্ছে অপো এ৩১ স্মার্টফোন। অপো এ৩১ স্মার্টফোনটির মূল্য ১৬,৯৯০ টাকা।

অপো এ৩১ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেলের ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ ডিসপ্লে। তৃতীয় প্রজন্মের গরিলা গ্লাস ডিসপ্লের ৮৯ শতাংশই স্ক্রীন। এর পুরুত্ব মাত্র ৮.৩ মিলিমিটার। ডিসপ্লেতে আই প্রোটেকশন স্ক্রিন ফিল্টার থাকছে। পিছনে রয়েছে তিনটি ক্যামেরা- ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার অ্যাপারচার এফ/১.৮; ২ মেগাপিক্সেলেরে ম্যাক্রো লেন্স; ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এআই বিউটিফিকেশনের মাধ্যমে প্রানবন্ত, সুন্দর সেলফি নেওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায়।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। একই সঙ্গে দুইটি সিম ব্যবহার করার পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের ব্যবহারে এই স্টোরেজ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। মিডিয়াটেকের ১২ ন্যানোমিটারের এমটি৬৭৬৫ভি চিপসেট। ৪ গিগাবাইট র‍্যাম এবং ২.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এ ছাড়া রয়েছে ৪,২৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার ফুল চার্জে ১৪ ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং বা ৭ ঘন্টা পর্যন্ত অনলাইন গেমিং এবং ১১০ ঘন্টা অডিও প্লেব্যাক করতে পারবেন। পাশাপাশি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেসিয়াল আনলক  সুবিধা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *