অ্যাপস সাম্প্রতিক সংবাদ

বিটিসিএলের ‘টেলিসেবা’ অ্যাপে ল্যান্ডফোন সংযোগ

অনলাইনে আবেদন করেই পাওয়া যাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ল্যান্ডফোন সংযোগ।বিটিসিএলের ‘টেলিসেবা’ (telesheba) অ্যাপে আগ্রহীরা টেলিফোন সংযোগের জন্য আবেদন করতে পারবেন।এর ফলে ল্যান্ডফোন সংযোগ পেতে আগের মতো ডিমান্ড নোট নিয়ে গ্রাহকদের আর বিটিসিএলের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

এই অ্যাপ গুগল প্লেস্টোর হতে ডাউনলোড করা যাবে। অ্যাপ ছাড়াও www.telesheba.gov.bd  ওয়েবসাইটে গ্রাহক আবেদন করতে পারবেন। গ্রাহক অ্যাপে ডিমান্ড নোট দিলে অ্যাপেই গ্রাহককে ডিমান্ড নোটের বিপরীতে সংযোগের পে স্লিপ দেয়া হবে। গ্রাহক ব্যাংক মাধ্যমে টাকা জমা দিয়ে তার রশিদ অ্যাপে দিলে সংযোগ দিয়ে দেয়া হবে।

ব্যাংকে না গিয়ে বাসায় বসে অনলাইনে জামানতের টাকা পরিশোধের ব্যবস্থাও শিগরির চালু করার চিন্তাভাবনা করছে বিটিসিএল। বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ থাকলে গ্রাহক একটি সংযোগের মাধ্যমে ল্যান্ডফোন, ব্রডব্যান্ড ইন্টারনেট ও কেবল অপারেটরের সেবা উপভোগ করতে পারবেন। এই সেবা ট্রিপল প্লে হিসেবে পরিচিত। সেবাটি দ্রুত চালুতে কাজ করছে বিটিসিএল।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে এখন বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগের অফার চলছে । গ্রাহক শুধুমাত্র জামানতের টাকা পরিশোধ করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *