সাম্প্রতিক সংবাদ

ভিডিও কনফারেন্সিং সেবায় ই- মিটিং

কোভিড-১৯ পরিস্থিতিতে ভিডিও কলের ব্যবহার বেড়েছে। ভিডিও কনফারেন্সিং সেবায় ‘ই- মিটিং’ নামের ভার্চ্যুয়াল মিটিংয়ের নতুন টুল তৈরি করেছে দেশীয় সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান টিকন সিস্টেম।

শিক্ষা, টেলিমেডিশিন, করপোরেট বা সরকারি সংস্হাগুলো তাদের সিস্টেমের তথ্যের গোপনীয়তা বা সুরক্ষাসহ তাদের ব্যবসার প্রয়োজনে ই-মিটিং ব্যবহার করতে পারবেন। মাল্টিপয়েন্ট পয়েন্ট কন্ট্রোল ইউনিট মানের কনফারেন্সিং সিস্টেম এটি। একক ভয়েস বা ভিডিও সেশনে একাধিক অংশগ্রহণকারীকে সংযুক্ত করার ক্ষমতা, যাতে অনেক অংশগ্রহণকারী মিটিংয়ে যুক্ত হতে পারে।

ই-মিটিংয়ে কয়েক স্তরের এনক্রিপশন প্রযুক্তি ব্যবহারের ফলে কনফারেন্স চলাকালে সব অংশগ্রহণকারীর তথ্যের নিরাপত্তা সুরক্ষিত হয়। এতে রেকর্ডিং নিয়ন্ত্রণ করার সুবিধাও থাকছে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ই-মিটিং এডু, টেলিমেডিসিনের জন্য ই-মিটিং হেলথ, করপেোরেট বা পাবলিক খাতের জন্য ই–মিটিং বিজনেস, সেমিনারের জন্য ই-মিটিং ওয়েবইনার থাকছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *