উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

ঢাবির টেলিমেডিসিনের বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ

কোভিড-১৯ পরিস্থিতিতে  ‘ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন কার্যক্রম’ এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ-সেবা দেশের জন-সাধারণের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য টেলিফোনের মাধ্যমে একটি নতুন উদ্যোগ নিয়েছে। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ঢাবির বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ ২০১৫ সাল থেকে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পৌঁছে দেওয়ার জন্য এ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিনা মূল্যের এ চিকিৎসা সেবা চলবে ১৫ মে পর্যন্ত । ৫০ জনের বেশি সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসক এ উদ্যোগে সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে অংশ নিচ্ছেন। কোভিড ও অন্যান্য রোগীরা পাবেন এ পরামর্শ। এতে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইপি টেলিফোন কোম্পানী বিডিকম ও বেক্সিমকো ফার্মা। এ সেবায় চিকিৎসকদের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এ কার্যক্রমে যুক্ত হতে telemedicine@bmpt.du.ac.bd ঠিকানায় যোগাযোগ করতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *